আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥
ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বুধবার ১৮ জানুয়ারি ২০২৩ খ্রি: সন্ধ্যার পর ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন,বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মনির হাওলাদার, সাধারন স¤পাদক আব্দুল মালেক, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ প-িত, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আশিক প-িত, বোরহানউদ্দিন সাংবাদিক ইউনিয়নের সভাপতি দ্বীন ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দে, বোরহানউদ্দিন অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এরশাদ, বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, বোরহানউদ্দিন উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উন্নয়ন কর্মকা-ে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে থেকে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
এর আগে তিনি পরিবেশ অধিদপ্তরে তিন বছর একসিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত ছিলেন। তিনি ৩৪ তম বিসিএস ক্যাডারের একজন সদস্য।