আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যগণের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বরিবার (১৫ জানুয়ারী) বিকালে দক্ষিণ ভবনে ভোলা জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভোলা আইনজীবী সমিতির সহসভাপতি এ্যাডভোকেট মোঃ ইউসুফের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহাবুবুল হক লিটু, ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট সালাহ্ উদ্দিন হাওলাদার, এ্যাডভোকেট মোঃ তৈয়ব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, এ্যাডভোকেট সাহাদাত হোসেন শাহিন, এ্যাডভোকেট কামাল উদ্দিন সুলতান, এ্যাডভোকেট রেজাউল করিম ফারুক, এ্যাডভোকেট ইফতারুল হাসান শরীফ প্রমুখ।
অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় জিএ-৫ পাওয়া ৪জন এবং এসএসসিতে জিএ-৫ পাওয়া ৭জনকে এই সংবর্ধনা, ক্রেস্ট, নগদ টাকা এবং সনদ প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, ভালো রেজাল্ট এর চেয়ে ভালো মানুষ হতে হবে। পড়ালেখা করে নিজেকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করবে। তোমরাই আগামী দিনে পৃথিবীর নেতৃত্ব দিবে। সেই লক্ষ্য নিয়ে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যাতে তোমরা যোগ্যতা দিয়ে বিশ্ব জয় করতে পারো। সমাজ, দেশ ও পৃথিবীকে যোগ্যতার পরিচয় দিয়ে আলোকিত করবে এমনটাই প্রত্যাশা তোমাদের কাছে।