ভোলায় জেলা পুলিশ প্রিমিয়ার লীগের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » ভোলায় জেলা পুলিশ প্রিমিয়ার লীগের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩



আজকের ভোলা রিপোর্ট ॥
পুলিশ সদস্যদের অংশ গ্রহনে ভোলায়  অনুষ্ঠিত হয়ে জেলা পুলিশ প্রিমিয়ার লীগ-২০২২ এর ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা। শুক্রবার (১৩ জানুয়ারি)সন্ধ্যায় ভোলা সদর মডেল থানা ক্রীড়া কমপ্লেকস ব্যাডমিন্টন প্রিমিয়ার লীগের ফাইনাল খেলায় ডাবল ও সিঙ্গেল রাউন্ডে টাওয়ার মাস্টার্স চরফ্যাশন সার্কেলকে ২/১ সেটে হারিয়ে সাউদার্ন পাইরেটস সদর সার্কেল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। খেলা দেখতে মাঠে ভিড় জমায় শিশু কিশোরসহ নানা বয়সের মানুষ ও পুলিশ সদস্যরা। এসময় খেলার উত্তেজনায় অনন্দে মেতে উঠেন পুলিশ সদস্যরা।

---

পুলিশ সদস্যদের নিয়ে এই ধরনের আয়োজনের জন্য জেলা পুলিশ সুপারকে ধন্যাবাদ জানায় পুলিশ সদস্যরা। তারা বলেন, পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন রাখতে সর্বদা ব্যাস্ত থাকতে হয়। এই ধরনের টুর্নামেন্টের আয়োজনের মধ্যে পুলিশ সদস্যদের মধ্যে বিনোদনের পাশাপাশি কাজের স্পীড বাড়িয়ে দিবে বলে মনে করেন। সেই সাথে তরুন প্রজন্মের  প্রতি উদ্ধাত আহবান জানিয়ে বলেন, ভার্চুালি জৎত ছেড়ে মাঠে এস খেলাধুলার করার পাশাপাশি অপরাধ মূলক কর্মকান্ড বাদ রেখে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান জানায় খেলোয়াড়রা।
আর জেলা পুলিশ সুপার বলেন, শীত কালে পুলিশ সদস্যরা তাদের শারীরিক ফিটনেস ধরে রাখার পাশাপাশি নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ ধরে রাখতে পারে খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষতা অর্জন করতে পারেন।
পুলিশ সুপার আরো বলেন, পুলিশ সদস্যদের সরকারী দায়িত্ব সুষ্ট ও সুন্দর ভাবে পালনের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার প্রতি বিশেষ ভাবে গুরুত্বারোপ করেন।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আছাদুজ্জামান, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকিরসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন। গত ৩১ ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টে পুলিশ সদস্যদের ৮ দল এতে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১২:৫৬:৪৩   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


উইলিয়ামসনের সেঞ্চুরি ছাপিয়ে দ্বিতীয় দিনটা বাংলাদেশের
ভোলায় বার্লিন স্পেশাল অলিম্পিকে পদকপ্রাপ্ত ৫ খেলোয়াড় ও ক্রিকেট আঞ্চলিক চ্যাম্পিয়ানদের সংবর্ধনা
দ্রুত ফিরে গেলেন জয়-মুমিনুল, চাপে বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে হেক্সা জয় অস্ট্রেলিয়ার
২বার দেশে ফেরায় লিটনের ওপর ক্ষেপেছে বিসিবি
সাকিবের বদলি হিসেবে বিশ্বকাপে বিজয়
পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশের জয়
ইংল্যান্ডের বিপক্ষে হারের বৃত্ত ভাঙতে চায় নেদারল্যান্ডস
সময় শেষ না হওয়ার ‘প্রমাণ’ দিয়ে সুবিচার চাইলেন ম্যাথিউস
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আলোচিত আরও তিন ঘটনা

আর্কাইভ