আজকের ভোলা রিপোর্ট ॥
পুলিশ সদস্যদের অংশ গ্রহনে ভোলায় অনুষ্ঠিত হয়ে জেলা পুলিশ প্রিমিয়ার লীগ-২০২২ এর ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা। শুক্রবার (১৩ জানুয়ারি)সন্ধ্যায় ভোলা সদর মডেল থানা ক্রীড়া কমপ্লেকস ব্যাডমিন্টন প্রিমিয়ার লীগের ফাইনাল খেলায় ডাবল ও সিঙ্গেল রাউন্ডে টাওয়ার মাস্টার্স চরফ্যাশন সার্কেলকে ২/১ সেটে হারিয়ে সাউদার্ন পাইরেটস সদর সার্কেল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। খেলা দেখতে মাঠে ভিড় জমায় শিশু কিশোরসহ নানা বয়সের মানুষ ও পুলিশ সদস্যরা। এসময় খেলার উত্তেজনায় অনন্দে মেতে উঠেন পুলিশ সদস্যরা।

পুলিশ সদস্যদের নিয়ে এই ধরনের আয়োজনের জন্য জেলা পুলিশ সুপারকে ধন্যাবাদ জানায় পুলিশ সদস্যরা। তারা বলেন, পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন রাখতে সর্বদা ব্যাস্ত থাকতে হয়। এই ধরনের টুর্নামেন্টের আয়োজনের মধ্যে পুলিশ সদস্যদের মধ্যে বিনোদনের পাশাপাশি কাজের স্পীড বাড়িয়ে দিবে বলে মনে করেন। সেই সাথে তরুন প্রজন্মের প্রতি উদ্ধাত আহবান জানিয়ে বলেন, ভার্চুালি জৎত ছেড়ে মাঠে এস খেলাধুলার করার পাশাপাশি অপরাধ মূলক কর্মকান্ড বাদ রেখে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান জানায় খেলোয়াড়রা।
আর জেলা পুলিশ সুপার বলেন, শীত কালে পুলিশ সদস্যরা তাদের শারীরিক ফিটনেস ধরে রাখার পাশাপাশি নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ ধরে রাখতে পারে খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষতা অর্জন করতে পারেন।
পুলিশ সুপার আরো বলেন, পুলিশ সদস্যদের সরকারী দায়িত্ব সুষ্ট ও সুন্দর ভাবে পালনের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার প্রতি বিশেষ ভাবে গুরুত্বারোপ করেন।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আছাদুজ্জামান, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকিরসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন। গত ৩১ ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টে পুলিশ সদস্যদের ৮ দল এতে অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১২:৫৬:৪৩ ২৩২ বার পঠিত