বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ঢাকায় সম্মাননা পেলেন ভোলার ৫ জন

প্রচ্ছদ » জেলা » ঢাকায় সম্মাননা পেলেন ভোলার ৫ জন
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩



 ---

আজকের ভোলা রিপোর্ট ॥
প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে ১৩ জানুয়ারি দুপুর ২ঘটিকা থেকে ৯ ঘটিকা পর্যন্ত সেগুনবাগিচার কচিকাঁচার মিলনায়তনে। প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা বেল্লাল হাওলাদার এর তত্ত্বাবধানে জমকালো মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলমগীর জুয়েল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের মহামান্য বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু আহমেদ জমাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও কবি আসলাম সানী ও বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জন -এর সভাপতি ডাঃ মোহাম্মদ হোসেন। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স¤পাদক ও কবি ড. খান আসাদুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশজগত পত্রিকার স¤পাদক  মাহমুদুল হাসান নিজামী।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ,  ভারত, কলকাতার মোট ২২০ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। এরমধ্যে ভোলা জেলার ৫ কৃতি সন্তান সম্মাননা পেয়েছেন। ভোলা সদর উপজেলার পাঠাগার পরিচালনায় অবদানের জন্য সম্মাননা পেলেন কবি মুহাম্মদ সামছুদ্দিন, সাহিত্য ও সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন মোঃ মিজানুর রহমান, সেচ্ছাসেবী সম্মাননা পেলেন মুহাম্মদ ইমাম হোসাইন ও আক্তার হোসেন, ইসলামি সংগীত শিল্পী সম্মাননা পেলেন নাজমুস সাকিব।

বাংলাদেশ সময়: ১২:৫৫:৩৮   ৪৫০ বার পঠিত