ভোলায় নবনির্বাচিত তিন ইউপি চেয়ারম্যানের শপথ

প্রচ্ছদ » চরফ্যাশন » ভোলায় নবনির্বাচিত তিন ইউপি চেয়ারম্যানের শপথ
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩



---

স্টাফ রিপোর্টার ॥
ভোলার চরফ্যাশন উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরা হলেন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান মো. হোসেন মিয়া, আমিনাবাদ ইউনিয়নের নবনির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান মো. সায়েদুর রহমান মিঠু ও নীলকমল ইউনিয়ন নবনির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) দুপুর ১২টার দিকে ভোলার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী নবনির্বাচিত এ তিন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে ভোলার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক বিবেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল মমিন টুলু ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক, দৈনিক বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান।
শপথ অনুষ্ঠানে বক্তারা নব নির্বাচিত চেয়ারম্যানদেরকে ইউনিয়নের প্রতিটি জনগনের কাছে সরকারি সহায়তা সঠিকভাবে পৌছে দেয়ার পাশাপাশি মাদক, বাল্যাবিবাহ ও পারিবারিক কলহ বন্ধে সকলকে এক যোগে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড়, আমিনাবাদ ও নীলকমল ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমএ) মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১২:৪৬:১৩   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাঠদানের অনুমতি পেলো চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজ
চরফ্যাশনে সেই বিধবার বিদ্যুৎ বিল পরিশোধ
মুখে গামছা বেঁধে সিসিটিভি বন্ধ করেও রক্ষা পেল না চোর
মিষ্টিমুখ করাতে গিয়ে সন্তানের মুখ দেখা হলো না রনির!
বিধবার বিদ্যুৎ বিল ১৫০ টাকা হয়ে গেল সাড়ে ৫ হাজার টাকা
দুই সন্তান জন্মের পর স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণ মামলা
জিনের বাদশা সেজে প্রবাসীদের স্ত্রীর সঙ্গে ধোঁকাবাজি
চরফ্যাশনে স্বজনদের সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা
অবৈধ দখলে চলে যাচ্ছে পাউবো’র জমি ॥ নিরব কর্মকর্তারা



আর্কাইভ