বুধবার, ২০ মার্চ ২০২৪

ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার

প্রচ্ছদ » জেলা » ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২



স্টাফ রিপোর্টার ॥
দাবি মেনে নেওয়ার আশ্বাসে ভোলা-লক্ষ্মীপুর রুটে ধর্মঘট তুলে নিয়েছে লঞ্চ মালিক সমিতি। বুধবার (৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে তারা অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট তুলে নিয়েছেন। এতে স্বস্তি ফিরেছে এ অঞ্চলের যাত্রীদের। লঞ্চ মালিক সমিতির পরিচালক কাজী অহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

---

তিনি জানান, লঞ্চ মালিকদের দাবি মেলে নেওয়ার আশ্বাস পেয়েছি, খুব শিগগিরই এ বিষয়ে বৈঠক হবে। তাই বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফের লঞ্চ চলাচল শুরু হবে।
এর আগে সকাল ৭টা থেকে ঘাট ইজারাদারদের বার্থিং চার্জ কমানোর দাবিতে ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিল লঞ্চ মালিক সমিতি। এতে ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ বিচ্ছন্ন হয়ে গিয়েছিল। যে কারণে চরম দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের।
উল্লেখ্য, ভোলা-লক্ষ্মীপুর নৌরুটের ভোলার ইলিশা, বরিশাল, লক্ষ্মীপুর রুটে প্রতিদিন ১৫টি লঞ্চ চলাচল করে আসছে।

বাংলাদেশ সময়: ০:২৫:৩৮   ১৯২ বার পঠিত