বোরহানউদ্দিনে আমনের অর্জিত লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ১শত ৫৫ হেক্টর

প্রচ্ছদ » অর্থনীতি » বোরহানউদ্দিনে আমনের অর্জিত লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ১শত ৫৫ হেক্টর
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২



আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥
ভোলার বোরহানউদ্দিনে চলতি মৌসুমে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ৯৪ হাজার ৩শত ৮৩ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছিল। অর্জিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ১শত ৫৫ হেক্টর। আবাদের লক্ষমাত্রা ছিল ১৮ হাজার ৪শত হেক্টর । তবে হেক্টর প্রতি গড়ে ৫.২০টন অর্জিত লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২২-২০২৩ খ্রিঃ আমন জাত ভিত্তিক উপজেলা কৃষি অফিসের চুড়ান্ত প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কটিয়ে আমনের এমন বাম্পার ফলনের লক্ষমাত্রা অকল্পনীয় বলে মনে করেছেন উপজেলা কৃষি অফিস।

---

এদিকে বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, বেশিরভাগ জমিতে ধান পাকতে শুরু করেছে, তাই ধান কাটা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। যেদিকেই চোখ যায় সেদিকেই দেখা মিলে পাকা ধানের সোনালী রঙের অভায় ভরপুর।  মাড়াই ও খর শুকনো থেকে ফসল কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষক। তেমনি সিদ্ধ ও শুকিয়ে গোলায় মজুদ করা নিয়ে ব্যস্ত কিষানিরা।
স্থানীয় কৃষকরা বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কাটিয়ে আমনের এমন বাম্পার ফলন পেয়ে আমরা খুশি। স্থিতিশীল বাজার ও ন্যায্যমূল্য পাওয়ার দাবি এ অঞ্চলের কৃষকদের। ফসলের উপযুক্ত মূল্য না পেলে আগ্রহ হারাবেন বলে জানিয়েছেন কৃষকরা।
বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিসার এইচ এম শামীম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি জমি খালি রাখা যাবে না, আমরা প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। কৃষকরা কৃষি অফিসের পরামর্শ মতে সঠিক সময়ে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে বলেই আমনের এমন বা¤পার ফলন হয়েছে। আমরা কৃষকের পাশে থেকে সর্বদা পরামর্শ দিয়ে যাচ্ছি। অনাবাদি জমি রয়েছে প্রায় ১০ শতাংশ। তবে অনাবাদি জমি চাষের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ০:৩৫:৫৩   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলা জেলায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
তজুমদ্দিনে মৎস্যজীবিদের দুইদিনের প্রশিক্ষণ শুরু
ভোলায় সুধী সমাজের সাথে রিভারভিউ গ্রীনসিটি লিমিটেড’র মতবিনিময় সভা
ভোলায় চাদনী ফ্যাশন, এমপি ফ্যাশন ও মিরর বাই পাপিয়া চৌধুরী বিউটি পার্লারের জমকালো উদ্বোধন
চরফ্যাশনে নদীর কোরাল চাষ হচ্ছে পুকুরে
ভোলায় ক্ষুদ্র মৎস্যজীবি ৬০ পরিবার পেলো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা
আজ গ্রামীন জন উন্নয়ন সংস্থা ২৮ বছরে পদার্পন করলো
ভোলার শিল্প কারখানাগুলোতে গ্যাস সংযোগ দেয়া শুরু করলো পেট্রোবাংলা
কৃষি বিভাগের অবহেলায় বিপাকে সরিষা চাষিরা
চরফ্যাশনে ১৮ টাকার সিম হাতঘুরিয়ে বিক্রি করছে ৩৫টাকা



আর্কাইভ