বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

বোরহানউদ্দিনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর উত্তোলনের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর উত্তোলনের অভিযোগে সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২



আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সোনাবাজারে বিজ্ঞ আদালতের ১৪৪ ও ১৪৫ ধারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোর পূর্বক ঘর উত্তোলনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জেবল হক।  একই এলাকার তাদের প্রতিপক্ষ আল আমিন মৃর্ধা ও জলিলের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগ করে বলেন, জেএল নং-৫০, মৌজা দেউলা শিবপুর এর মধ্যে এস.এ ৫৩৮নং খতিয়ানের, ১৭৩০/ ১৭২৮নং দাগের মধ্যে আমার প্রায় ১ শতাংশ জমিতে জোরপূর্বক ঘর উত্তোলন করছে আমার প্রতিপক্ষ আল আমিন মৃর্ধা ও জলিল গংরা। যাহার ভোলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মামলার এমপি নং ৫৪৪/২২(বোর) এর ১৪৪ ও ১৪৫ ধারা নিষেধাজ্ঞা রয়েছে। বোরহানউদ্দিন থানার এএসআই মাহাফুজ আলম উক্ত নিষেধাজ্ঞার নোটিশ ইস্যূ করেন।

---

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আইনের তোয়াক্কা না করে কিছু সন্ত্রাসী ভাড়া করে এনে আমার জমিতে জোরপূর্বক ঘর উত্তোলন করছে তারা। বোরহানউদ্দিন থানা পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ যায়। তার পরেও কাজ চলমান রেখেছে তারা। অন্যদিকে আল আমিন এর কাছে জানতে চাইলে তিনি কৌশল এরিয়ে যান। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, অভিযোগ পেয়েছি। দুই পক্ষের কাগজপত্র দেখেছি। তবে জেলা পরিষদের জমি সেটা জেলা পরিষদের বিষয়।
বোরহানউদ্দিন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহি অফিসার মুন্নি ইসলাম জানান, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর উত্তোলন করার অভিযোগ পেয়েছি। সেখানে তদন্ত করার জন্য সার্ভেয়ারকে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, একই এলাকায় জমি নিয়ে বিরোধের জের আকবর ভিটা নামক স্থানে কয়েক মাস আগে মহিন নামক এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০৪:৩৯   ২০৮ বার পঠিত