আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সেসাইটির ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম (টউজঞ) টিমের ৪দিন ব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদানের মাধ্যমে এই প্রশিক্ষন শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রটারি আজিজুল ইসলাম, ইউনিট লেবেল অফিসার এম এ বারি, এনএসকিউ এর যুব সদস্য মীর মোশাররফ অমি, জেলা যুব প্রধান আদিল হোসেন তপু। গত বৃহ¯পতিবার সকালে থেকে এই ৪দিন ব্যাপি প্রশিক্ষন শুরু হয়। প্রশিক্ষনে ভোলা জেলা যুব ইউনিটের ২৫ জন সদস্য অংশ গ্রহন করে।
প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষন প্রদান করেন ইউথ কমিশন মেম্বার ও এনডিআরটি মেম্বার তানজিম, আবদুল্লাহ আল তানজিল, দিনাজপুর রেড ক্রিসেন্টে ইউনিটের যুব প্রধান কিবরিয়া। প্রশিক্ষনে দুর্যোগে এবং দুর্যোগ পুর্ববর্তি এবং পরর্বতি সময় করনিয়, রিলিফ ওয়ার্কে আচরণ, টিম গঠনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়।