বুধবার, ২০ মার্চ ২০২৪

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২০২৩ অনুযায়ী ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী কেন্দ্র এবং বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের নিয়ে ভোলা সদর উপজেলায় ক্রীড়া উৎসবের মাধ্যমে ও অ্যাথলেটিক্স ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ক্রীড়া পরিদপ্তর, ঢাকা কর্তৃক অনুমোদিত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২৩ অনুযায়ী গত ০২ ডিসেম্বর-২০২২ ভোলা জেলা ক্রীড়া অফিসের সার্বিক তত্ত্বাবধায়নে স্বাস্থ্য বিধি মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে ভোলা সদর পৌরসভার অর্ন্তগত ২টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী স্কুল, ভোলা এর খেলার মাঠে ক্রীড়া উৎসবের মাধ্যমে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

---

গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার বিশেষ প্রোগ্রামের আওতায় এবং নির্দেশে অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের জন্য জেলা ও জাতীয় পর্যায়ে ক্রীড়া উৎসব পালন করে থাকে। তাদেরকে অবহেলার চোখে না দেখে উপযুক্ত শিক্ষা দিয়ে মানব সম্পদে রুপান্তরিত করার আহ্বান করেন। বক্তারা বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাদক হতে দূরে রাখতে, জঙ্গিবাদ রুখতে, ইভটিজিং, অসামাজিক ও সন্ত্রাসী কার্যকলাপ হতে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলুাকেও গুরুত্ব দিচ্ছেন।
খেলায় প্রচুর ক্রীড়ামোদি দর্শক উপস্থিত থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৪:০২:২৭   ১৮১ বার পঠিত