বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

চরফ্যাশনে মাছের নৌকায় আগুন, দগ্ধ ৩ জেলে

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে মাছের নৌকায় আগুন, দগ্ধ ৩ জেলে
মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২



---

চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশনে মাছ ধরার জেলে ট্রলারের রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নৌকায় আগুন লেগে দগ্ধ হয়েছেন তিন জেলে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের সামরাজ মৎস্য ঘাটে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই নৌকায় থাকা জেলেদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাতেই চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধ তিন জেলে হলেন, নয়ন (১৮), রিয়াজ (২৫) ও ইউসুফ (২৭)। আহত নয়ন ও রিয়াজের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অগ্নিদগ্ধ জেলেদের স্বজন ও স্থানীয়রা জানান, রাতে খাবার রান্নার কাজ করছিলেন তিন জেলে। হঠাৎ তাদের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দ করে বিস্ফোরণ ঘটে; এতে তিন জেলে দগ্ধ হন। দগ্ধ অবস্থায় তিন জেলেকে উদ্ধার করে রাতে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসের কর্তব্যরত ডাক্তার আশরাফুল ইসলাম সুমন জানান, অগ্নিদগ্ধদের মধ্যে নয়নের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে, অপরদিকে রিয়াজের শরীরের ২০ শতাংশ ও ইউসুফের শরীরের প্রায় ৯ শতাংশ পুড়ে গেছে। তাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৬:০৮   ১৬১ বার পঠিত