আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় আর.আর হেল্প লাইন এর পক্ষ থেকে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) ভোলার সদরের পৌর বাপ্তা গোরস্থান হাফিজিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, আর.আর হেল্প লাইন এর পরিচালক ও সমাজসেবক মোঃ হোসেন, মাওলানা আঃ রহমান মিয়া, মাওঃ বিল্লাল হোসাইন, আল আমিন প্রমুখ।
মোঃ হোসেন বলেন, শীতের শুরুতেই গরীব, অসহায় ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আমি সমাজের সকল বিত্তবানদেরকে আহ্বান করবো তারা যেনো অসহায়, গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।