বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

লালমোহনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রচ্ছদ » অর্থনীতি » লালমোহনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২



লালমোহন প্রতিনিধি ॥
জেলার লালমোহন উপজেলায় ২০২২-২৩ রবি মৌসুমে তিনহাজার সাতশ’ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

---

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন রিমন, উপজেলা কৃষি কর্মকর্তা এ.এফ.এম শাহাবুদ্দিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, একবিঘা জমির অনুকূলে প্রত্যেক কৃষককে এসব বীজ-সার সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে বীজ রয়েছে মোট ২৩ হাজার পাঁচশ’ ৫৫ কেজি ও সার রয়েছে ৩৩ হাজার চারশ’ কেজি। এসব বীজ ও সারের মাধ্যমে মোট একহাজার একশ’ ৫৩ দশমিক ৮৫ একর জমি চাষাবাদ করা যাবে এবং চারহাজার ৩৮ মেট্রিকটন ফসল উৎপাদন হবে। এসব ফসলের মধ্যে রয়েছে বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, সয়াবিন, চিনাবাদাম, মুগ ও খেসারি ডাল। পরে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ভ্রাম্যমাণ ক¤িপউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ০:১৩:৩৪   ১৮৭ বার পঠিত