বুধবার, ২০ মার্চ ২০২৪

তজুমদ্দিনে ৫০টি অসহায় পরিবারকে গৃহ প্রদান

প্রচ্ছদ » জেলা » তজুমদ্দিনে ৫০টি অসহায় পরিবারকে গৃহ প্রদান
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥
জেলার তজুমদ্দিন উপজেলায় মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৫০টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর ইউনিয়নের গুরিন্দাবাজার এলাকায় স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথি হয়ে এসব গৃহ হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিটি ঘর নির্মাণে ২ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রত্যেক পরিবার দুই শতক জমিসহ এসব ঘর পাচ্ছেন। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে তার উপজেলায় তৃতীয় পর্যায়ে ১৮৪টি গৃহ বরাদ্দ দেয়া হয়েছে। যার অধিকাংশই হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:১০:৩২   ১৮৯ বার পঠিত