চরফ্যাশনের দুই ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনের দুই ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২



চরফ্যাশন প্রতিনিধি ॥
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরফ্যাশন উপজেলার আসলামপুর ও ওমরপুর ইউনিয়নে নৌকা প্রতিক প্রার্থীর চেয়ে বেশী ভোট পেয়ে দুই স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। আসলামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মিলিটারী আনারস প্রতীক পেয়ে ৪০৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী নুরে আলম বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক পেয়েছেন ৩৬৭৭ ভোট।

---

ওমরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এ,কেএম, সিরাজুল ইসলাম আনারস প্রতীক পেয়ে ৫০৫৯ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মো. রিয়াজুল ইসলাম  আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬৮০ ভোট। উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেন।
দির্ঘ ১২ বছর পর আসলামপুর ইউনিয়নে আইনী জটিলতার শেষে সোমবার (২৮ নভেম্বর) ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়েছে।
একই ভাবে ওমরপুর ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আসলামপুরে নুরে আলম  ও ওমরপুরে রিয়াজুল ইসলাম নৌকা প্রতীকের বিপরীতে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবুল  কাশেম মিলিটারী স্বতন্ত্র আনারস প্রতীক এবং  ওমরপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম স্বতন্ত্র আনারস নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম  জানান, দুই  ইউনিয়নে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট সম্পন্ন হয়েছে। নৌকাকে পরাজিত করে দুই স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:৩০:৫৮   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাঠদানের অনুমতি পেলো চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজ
চরফ্যাশনে সেই বিধবার বিদ্যুৎ বিল পরিশোধ
মুখে গামছা বেঁধে সিসিটিভি বন্ধ করেও রক্ষা পেল না চোর
মিষ্টিমুখ করাতে গিয়ে সন্তানের মুখ দেখা হলো না রনির!
বিধবার বিদ্যুৎ বিল ১৫০ টাকা হয়ে গেল সাড়ে ৫ হাজার টাকা
দুই সন্তান জন্মের পর স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণ মামলা
জিনের বাদশা সেজে প্রবাসীদের স্ত্রীর সঙ্গে ধোঁকাবাজি
চরফ্যাশনে স্বজনদের সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা
অবৈধ দখলে চলে যাচ্ছে পাউবো’র জমি ॥ নিরব কর্মকর্তারা



আর্কাইভ