বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে ভোলা

প্রচ্ছদ » জেলা » এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে ভোলা
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২



স্টাফ রিপোর্টার ॥
টানা ২য় বারের মত এসএসসিতে পাসের হারে বরিশাল বোর্ডে প্রথম স্থান অর্জন দ্বীপজেলা ভোলার। এই জেলায় পাসের হার ৯২.৫১ শতাংশ। এ বছর জেলার ২১২টি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৫ হাজার ৯৪২ জন। এরমধ্যে পাস করেছে ১৪ হাজার ৭৪৮ জন। এদের মধ্যে ছেলে ৭ হাজার ৬১০জন এবং মেয়ে ৭ হাজার ১৩৮ জন। ফলাফল বিশ্লেষনে দেখা গেছে, বরিশাল শিক্ষা বোর্ডে ভোলা প্রথম স্থান অর্জন করেছে। জেলায় পাসের গড়ে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। এবার পাসের হার শূন্য এমন তালিকায ভোলার কোন বিদ্যালয়ের নাম নেই। তবে শতভাগ পাস করেছে ৩৩টি বিদ্যালয়। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

---

এদিকে ভোলা সদর উপজেলার উত্তরের একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান ‘হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের’ ৭৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে ৭টি ‘এ প্লাস’, ২৭টি ‘এ গ্রেড’সহ ৭০জন পাস করেছে। পাসের হার ৯৩.৩৩%। ভোলার উত্তরে সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্ত হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ফলাফলের দিক দিয়ে জেলা পর্যায়ে ভালো অবস্থানে রয়েছে। হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতান বলেন, আমাদের দক্ষ, মেধাবী শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে এ বছর আমরা এসএসসিতে জেলা পর্যায়ে ভালো ফলাফল করেছি। আমরা যাতে ভালো ফলাফল করতে পারি সে জন্য আমাদেরকে সবসময় প্রতিষ্ঠাতা এম মোকাম্মেল হক স্যারসহ ম্যানেজিং কমিটির সদস্যরা বিভিন্নভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়েছে। যার ফলে এ বছর আমরা ৭টি ‘এ প্লাস’, ২৭টি ‘এ গ্রেড’সহ ভালো করতে সক্ষম হয়েছে। ভালো ফলাফল করায় আমি ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এছাড়াও ভোলা সদরের ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ে এবার ৩৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৩ জন পাস করেছে।
সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২২:২৯:৪২   ৩৯০ বার পঠিত