স্টাফ রিপোর্টার ॥
ভোলা লালমোহন উপজেলাধীন পশ্চিম চরউমেদ ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ জিলানী গতকাল সন্ধ্যা ৬.৩০ মিনিটে ভোলা থেকে লঞ্চ যোগে সদর ঘাট নেমে বনানীর উদ্দেশ্যে সিএনজি ভাড়া করেন, সিএনজিতে উঠা মাত্র ৬/৭ জন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে এবং জিএনজি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে, এতে জিলানী গুরূতর আহত হন। তার মুখে এবং পিঠে মারাক্তক জখম হয়, এবং চোখে রক্ত জমাট বেঁধে যায়। আহত জিলানী ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনর সাথে তিনজনকে জিলানী চিনতে পারেন, বাকিরা অজ্ঞাত।
চিহ্নিত তিনজনের বাড়ি ভোলা লালমোহন উপজেলা, তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা হলো মোঃ কামাল (৩৩) ওরফে সিএনজি কামাল, মোঃ আঃ মতিন (৩৫), মোঃ শূভ শিকদার (৩০)। এ ঘটনায় জিলানী সুত্রাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। কর্তব্যরত অফিসার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
উল্লেখ্যঃ জিলানী ভোলা ৩ লালমোহন তজুমদ্দিন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার সিআইপি এর অনুসারী হওয়ায় তার উপর বিরোধী শক্তি এই হামলা চালায় বলে জিলানী জানান।