আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় আর.আর হেল্প লাইন এর পক্ষ থেকে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) ভোলার চরসামাইয়া ইউনিয়নের আগারপুল এলাকার দারুল হুদা নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার ৫০জন এতিম ছাত্রদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, আর.আর হেল্প লাইন এর পরিচালক ও সমাজসেবক মোঃ হোসেন, দারুল হুদা নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মোঃ গিয়াসউদ্দিন (আব্বাস), প্রধান শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা আরিফ হোসেন প্রমুখ।
মোঃ হোসেন বলেন, শীতের শুরুতেই গরীব, অসহায় ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আমি সমাজের সকল বিত্তবানদেরকে আহ্বান করবো তারা যেনো অসহায়, গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।