আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় স্কুল ভিত্তিক শিক্ষার্থীদের নিউট্রিশন বিষয়ক শিক্ষকদের একদিন কর্মশালা শিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় শেখ রাসেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগ ইউনিসেফের আয়োজিত একদিনের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দেন বরিশাল বিভাগ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভোলা সিভিল সার্জন ডা শফিকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস, ইউনিসেফ বরিশাল অফিসার রমা সাহা, নিউট্রেশন কনসালটেন্ট মিসেস নাজনীন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে চরফ্যাশন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন শাহীন, মনপুরা উপজেলা শিক্ষা অফিসার মোঃ টিপু সুলতান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুন নাহার, জেলা শিক্ষা অফিসের ট্রেনিং অফিসার মোঃ মাইন উদ্দিন ও সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সমগ্র বিষয় উপস্থাপন করেন জেলা শিক্ষা অফিসের রিসোর্স অফিসার নূরে আলম সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বিশেষ করে মেয়েদেরকে অর্থাৎ তাদেরকে সুন্দরভাবে বেড়ে উঠাসহ বয়ঃসন্ধির সময় আতষ্ক না হয় সেদিকে খেয়াল পরিবারের মধ্যে থেকে মা এবং স্কুল শিক্ষকগণ খেয়াল রাখতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার মেয়েদের শিক্ষার জন্য উপবৃত্তি প্রদানসহ পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করছেন সরকার। প্রধান অতিথি বরিশাল বিভাগ ইউনিসেফের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এবং ভবিষ্যতেও শিক্ষকদের কর্মশালা অব্যাহত রাখতে অনুরোধ করেন।
বিশেষ অতিথি ভোলা সিভিল সার্জন ডা শফিকুল ইসলাম বলেন, বয়ঃসন্ধির সময় আতষ্ক হয়ে পড়ে মেয়েরা, আতঙ্কিত না হয়ে মেয়েরা মায়ের সাথে শেয়ার করার জন্য আহ্বান জানান এবং স্কুলের সময়ে শিখতে শিক্ষকগণ খেয়াল রাখতে হবে। তিনি বলেন, স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সাধারণ জ্ঞান সম্পর্কে গুরুত্ব দিতে হবে। তিনি বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কে গুরুত্ব দিয়ে বলেন মেয়েদের বাল্য বিবাহ না দেয়ার জন্য অনুরোধ করেন।
উল্লেখ্য এই কর্মশালায় চরফ্যাশন উপজেলা ও মনপুরা উপজেলার অর্ধশতাধিক শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ০:৪৬:০৫ ১৮১ বার পঠিত