বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

মনপুরায় পুলিশের অভিযানে পলাতক জঙ্গী নেতা মসজিদের ইমাম আটক

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় পুলিশের অভিযানে পলাতক জঙ্গী নেতা মসজিদের ইমাম আটক
রবিবার, ২০ নভেম্বর ২০২২



মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় পুলিশ অভিযান চালিয়ে পলাতক জঙ্গীনেতা এক মসজিদের ইমামকে আটক করে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

---

এর আগে বৃহস্পতিবার রাত ১১ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ সাকুচিয়া গ্রামে নিজ বাড়ি থেকে আটক করে থানা হেফাজতে আনে পুলিশ।
আটককৃত জঙ্গী নেতা হলেন, মুফতী মাইনুদ্দিন ওরফে ময়েজ (৩৫)। তিনি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ সাকুচিয়া গ্রামের বাসিন্দা তোফায়েল আহমেদর ছেলে। তিনি তোফায়েল আহমেদ মসজিদের ইমাম।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত জঙ্গী নেতা মসজিদের ইমাম মুফতী মাইনুদ্দিন ঢাকার গাজীপুরের জয়দেব থানার সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামী। এছাড়াও ২০০৯ সালে একই থানার বিস্ফোরকদ্রব্য মামলায় তিনি জেল খেটেছেন। এছাড়াও আটককৃত ওই ইমামের বিরুদ্ধে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা রয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, আটককৃত জঙ্গী নেতা মসজিদের ইমাম মুফতী মাইনুদ্দিনকে আটক করে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১২:১৩:১৪   ২৯৩ বার পঠিত