সড়কে চলতে হলে নিজের জীবনের দায়িত্ব নিজেকে নিতে হবে॥ ভোলায় নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন

প্রচ্ছদ » জাতীয় » সড়কে চলতে হলে নিজের জীবনের দায়িত্ব নিজেকে নিতে হবে॥ ভোলায় নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন
বুধবার, ১৬ নভেম্বর ২০২২



ছোটন সাহা ॥
সড়কে চলাচল করার সময় শুধু চালক হেলপাড়দের দোষ দিলে হবে না। সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে আগে নিজেকে সচেতন হতে হবে। নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নিরাপথ সড়ক চাঁই (নিসচা) ভোলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নিসচা’র চেয়াররম্যান ইলিয়াস কাঞ্চন এসব কথা বলেন।
শহরের উকিল পাড়ার হোটেল প্যাপিলন কনফারেন্স রুমে সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইলিয়াস কাঞ্চন আরও বলেন, গত এক বছরে দেশে সড়ক দুর্ঘটনায় ১২’শ হেলপাড় এবং চালক মারা গিয়েছে।

---

একটি দুর্ঘটনার সাথে নির্ভর করে সবার জীবন। তাই সড়কে দেখে শুনে চলার পাশাপাশি চালকদেরকে সতর্ক করতে হবে। তিনি বলেন, সড়কে চলতে গিয়ে অন্যের দোষ দিলে হবে না, সবাইকে সঠিকভাবে সড়কে চলতে হবে। নিয়ম মেনে চলতে হবে। কোন চালক যদি বেপরোয়া গাড়ি চালায় তাকে সতর্ক করতে হবে। প্রত্যকেটি কাজ করা আগে নিজেকে ভালো করে ভাবতে হবে।
এরআগে, নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান একদিনের সফরে ভোলায় এসে পিটিআইতে শিক্ষকদের নিয়ে কর্মশালায় অংশগ্রহণ করেন। পরে মতবিনিয়ন সভায় অংশগ্ররহন করেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিসচা মহাসচিব লিটন এরশাদ, ভাইস চেয়ারম্যান এহসান উল হক কামাল, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, এইচআরডিএফ সভাপতি মোবাশ্বির উল্যাহ চৈধূরী, ভোলা ট্রাফিক পুলিশ পরিদর্শক আঃ গনি, নিসচা জেলা কমিটির আহবায়ক মাকসুদুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, নিসচা জেলা কমিটির সদস্য সচিব সোলাইমান মামুন।

বাংলাদেশ সময়: ০:২৪:২১   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
ভারতের আনুগত্য নিয়ে দেশ চালাচ্ছে আওয়ামী লীগ: হাফিজ উদ্দিন
আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি: মেজর অব. হাফিজ
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
আজ ভোলায় আসছেন শিল্পমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কী কার্ড ফেলে: ব্যারিস্টার পার্থ
জয়ে শুরু বরিশালের
শপথ নিতে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বঙ্গভবনে



আর্কাইভ