ভোলায় কৃষি সমৃদ্ধি সমাবেশ অনুষ্ঠিত

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় কৃষি সমৃদ্ধি সমাবেশ অনুষ্ঠিত
বুধবার, ১৬ নভেম্বর ২০২২



---

আজকের ভোলা রিপোর্ট ॥
জেলায় কৃষি সমৃদ্ধি বিষয়ক এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন বাস্তবায়নের নিমিত্তে বিভিন্ন অংশীজনের সমন্বয়ে মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
এখানে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর আহবান এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না এ কার্যক্রম বাস্তবায়ন করার জন্যই আমাদের এ আয়োজন। ভোলায় আমাদের অনেক জমি পতিত রয়েছে, সেই জমি কাজে লাগিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব। এর জন্য আমাদের জেলায় পতিত জমির তালিকা এবং ব্লক অনুযায়ী কর্মপরিকল্পনা করতে হবে। একইসাথে কেন এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা সেটা কৃষকদের বোঝাতে হবে। তাদের সাথে নিয়মিত উঠান বৈঠক করতে হবে। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে আন্দোলনে পরিণত করতে নিয়মিত মনিটরিং কার্যক্রমের উপর জোর দেন জেলা প্রশাসক।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিবেক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: আসাদুজ্জামান, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, সদর উপজেলা কৃষি অফিসার মো: রিয়াজউদ্দিন, চরফ্যাশন উপজেলা কৃষি অফিসার মো: ওমর ফারুক, তজুমদ্দিন উপজেলা কৃষি অফিসার অপুর্ব লাল সরকার প্রমূখ।
সমাবেশে বিভিন্ন ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা, সার-বীজ ডিলারসহ প্রায় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:২৩:০০   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় প্রাণীসম্পদ প্রদর্শনী ও উদ্যোক্তাদের মেলা অনুষ্ঠিত
ভোলায় অনুষ্ঠিত হলো প্রাণী প্রদর্শনী মেলা
চরফ্যাশনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী
বোরহানউদ্দিনে ফুটপাতে ঈদের জমজমাট কেনাকাটা
পথে পথে চাঁদাবাজি, ভোলার তরমুজচাষি ও ব্যবসায়ীরা বিপাকে
ভোলায় ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সম্মেলনে রূপালী ব্যাংক পিএলসিকে সর্ব শীর্ষে নিয়ে যাবার অঙ্গীকার
ভেজাল মসলা তৈরি: ভোলায় ২ কারখানাকে জরিমানা
ভোলায় বেড়েছে আলু ও কাঁচা মরিচের দাম
ভোলায় নারী উদ্যোক্তাদের তিনদিনের ঈদমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ঢল
ভোলায় যাত্রা শুরু করেছে দেশীয় ব্র্যান্ড ‘দর্জিবাড়ি’



আর্কাইভ