বিচারক সোহেল স্মরণে ভোলায় দোয়া ও ফুলের শ্রদ্ধা জ্ঞাপন

প্রচ্ছদ » আইন ও আদালত » বিচারক সোহেল স্মরণে ভোলায় দোয়া ও ফুলের শ্রদ্ধা জ্ঞাপন
সোমবার, ১৪ নভেম্বর ২০২২



সাহাদাত শাহিন ॥
ভোলায় নানা আয়োজনে জঙ্গি হামলায় নিহত সহকারী জজ সোহেল আহমেদ এবং জজ জগন্যাথ পাঁড়ে’র ১৭তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকালে ভোলা জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি শোক র‌্যালি বের হয়। বিচার বিভাগ ও জেলা আইনজীবী সমিতির ব্যানারে শোক র‌্যালিটি কালিবাড়ী রোড নিহতর সোহেল আহমেদ এর সামাধীস্থলে গিয়ে শেষ হয়।

---

সেখানে জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক এবং পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম শহীদ সোহেলের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পার্ঘ্য অর্পন শেষে দুই শহীদের আত্মার মাগফেরাত কমনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলী মনসুর, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে, যুগ্ম জেলা ও দায়রা জজ ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের (বিচার) মো: শামসুদ্দিন, ভোলা বারের সভাপতি এ্যাডভোকেট মোঃ ফরিদ উদ্দিন, সম্পাদক মাহবুবুল হক লিটুসহ অন্যান্য বিচারক ও আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ভোলা জেলা জজ আদালতের হাজতখানায় শহীদ সোহেল আহমেদ দিদারের নামে একটি পাঠাগার এবং একটি টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শীতকালের জন্য হাজতখানার ফ্লোরে কার্পেটের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর দুই সিনিয়র সহকারী জজ শহীদ সোহেল আহমেদ ও স্বর্গীয় জগন্নাথ পাঁড়ে ঝালকাঠি জেলায় উগ্র জঙ্গিবাদীদের বোমা হামলায় নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:০৪   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


ভোলায় পিপি লাভু’র জানাজায় তোফায়েল আহমেদ: ভালো মানুষ কর্মে বেঁচে থাকেন
ভোলা বারের পিপি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু আর নেই
ভোলায় শিক্ষার্থীদের নিয়ে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক সেমিনার
ভোলা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত
ভোলা আইনজীবী সমিতির নির্বাচন ॥ সভাপতি-সম্পাদকসহ ৫ পদে আওয়ামীলীগ প্যানেল জয়ী
ভোলায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
নাশকতার মামলায় টুকু-জুয়েলসহ বিএনপির ২৯ নেতাকর্মীর কারাদণ্ড
ভোলায় হত্যাচেষ্টা মামলায় ৪ জনকে কারাদন্ড
অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড
ভোলায় আইনজীবীদের খতিয়ান তোলা আরো সহজতর করণের আশ্বাস দিলেন ডিসি



আর্কাইভ