বুধবার, ২০ মার্চ ২০২৪

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

প্রচ্ছদ » খেলা » ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
রবিবার, ১৩ নভেম্বর ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
ক্রীড়া পরিদপ্তর, ঢাকা কর্তৃক অনুমোদিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ অনুযায়ী ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর-২০২২) সকাল ৯টায় ভোলা জেলা ক্রীড়া অফিসের সার্বিক তত্ত্বাবধায়নে স্বাস্থ্য বিধি মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে ভোলা সদর উপজেলার নাসরিন মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ছেলে-মেয়েদের নিয়ে ভালায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

---

উক্ত গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মাজহারুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম।
নাসরিন মাধ্যমিক বিদ্যালয়, পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, ইলিয়াস মিয়া ধনিয়া মাধ্যমিক বিদ্যালয়, চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৯০জন বালক-বালিকা প্রতিযোগীতার ১২টি ইভেন্টের অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বর্তমান সরকার আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাদক হতে দূরে রাখতে, জঙ্গিবাদ রুখতে, ইভটিজিং, অসামাজিক ও সন্ত্রাসী কার্যকলাপ হতে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বারোপ করেন। বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিচ্ছেন।
অনুষ্ঠানে প্রচুর ক্রীড়ামোদি দর্শক উপস্থিত থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ২২:৫০:৫৫   ২২৪ বার পঠিত