বুধবার, ২০ মার্চ ২০২৪

ভোলায় দুর্যোগ প্রশমনে সিপিপির মাঠ মহড়া অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় দুর্যোগ প্রশমনে সিপিপির মাঠ মহড়া অনুষ্ঠিত
রবিবার, ১৩ নভেম্বর ২০২২



---

স্টাফ রিপোর্টার ॥
উপকূলের বিপন্ন মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে ভোলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক সমাবেশ, বহুমাত্রিক দুর্যোগ মহড়া  অনুষ্ঠিত হয়। দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। এসময় সিপিপির স্বেচ্ছাসেবকরা এই মহড়ায় অংশ নেয়। ভয়াল  ১২ নভেম্বর স্মরণে সিপিপি,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন এই মহড়ার আয়োজন করেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিখা সরকার। জেলা প্রশাসক মো:তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিপিপি’র সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) আহমেদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিবেক সরকার, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম খলিল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: আসাদুজ্জামান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ভোলা জেলার উপ-পরিচালক মো: আব্দুর রশীদ, ভোলা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।
পরে মহড়ায় অংশ নেয়া স্বেচ্ছাসেবকদের পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।প্রসঙ্গত, ১৯৭০ সালের ১২ নভেম্বর ঘূর্ণিঝড় ‘‘ভোলা সাইক্লোনে” এর আঘাতে সারা দেশে প্রায় ১০ লাখ মানুষ প্রান  হারিয়েছে। শুধু ভোলাতেই মারা যান কমপক্ষে পাঁচ লাখ মানুষ। দক্ষিণাঞ্চলের চার লাখেরও বেশি ঘরবাড়ি, শিক্ষাপ্রতিতষ্ঠান নিশ্চিহ্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্তহন ৩৬ লাখ মানুষ।

বাংলাদেশ সময়: ২২:৫০:২২   ২৩১ বার পঠিত