বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

বোরহানউদ্দিনে চাঁদার দাবীতে ঘর ভাঙচুরের অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে চাঁদার দাবীতে ঘর ভাঙচুরের অভিযোগ
রবিবার, ১৩ নভেম্বর ২০২২



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ২ লক্ষ টাকা চাঁদার দাবীতে আব্দুল মালেক ও তার ছেলে আক্তারের ঘর ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। তাদের প্রতিপক্ষ একই এলাকার খোরশেদ আলমের ছেলে রবি আলম, রবি আলমের ছেলে আশরাফুল, ইউনুস মাঝির ছেলে মাকসুদ, মোস্তফার ছেলে রিপন ও তার স্ত্রী শিল্পী বেগম, ছলেমানের স্ত্রী ছালেহা বেগমসহ আরো ৫/৬ জনের বিরুদ্ধে ২ লক্ষ টাকা চাঁদার দাবীতে জমি দখল করার চেষ্টাসহ ঘর ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ওই এলাকায় আক্তার হোসেনের মালিকানাধীন জমির মধ্যে রাতের আধারে উত্তোলন কৃত ঘরটি ভাঙচুর করে নিয়ে যায় প্রতিপক্ষরা।
এমন অভিযোগ ভুক্তভোগী আব্দুল খালেক ও আক্তার হোসেনের। তারা অভিযোগ করে বলেন, আমাদের দলিলকৃত মালিকানাধীন জমির মধ্যে একটি ঘর উত্তোলন করি। তার পর থেকেই ২ লক্ষ টাকা চাঁদা দাবী করছে উল্লেখিত প্রতিপক্ষরা। তাদের দাবীকৃত ২ লক্ষ টাকা চাঁদার মধ্যে সন্ত্রাসী হিসেবে ভয়ে ৩০ হাজার টাকা চাঁদা দেই তাদেরকে। বাকি ১ লক্ষ ৭০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় রাতের আধারে ঘরটি ভেঙ্গে দেয় উল্লেখিত প্রতিপক্ষরাসহ একটি চাঁদাবাজ চক্র।
অন্যদিকে অভিযুক্ত ছালেহা বেগমের কাছে জানতে চাইলে তিনি জানান, আব্দুল খালেক গংদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলমান আছে। তাদের কাছ থেকে ৩০ বছর আগে মৌখিকভাবে ১৮ শতাংশ জমি ক্রয় করে আমার স্বামী। তবে দলিল নেই। সেই জমিতে আব্দুল খালেক গংরা একটি ঘর উত্তোলন করে। রাতের আধারে কারা যেন ঘরটি ভেঙ্গেদিয়েছে আমরা জানি না। এ ঘটনায় আব্দুল খালেক গংরা বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, অভিযোগ তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৪৯   ১৮৭ বার পঠিত