বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

বোরহানউদ্দিনে দোকান ভাঙচুর ও স্ত্রীসহ শিশুসন্তানকে মারধরের অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে দোকান ভাঙচুর ও স্ত্রীসহ শিশুসন্তানকে মারধরের অভিযোগ
রবিবার, ১৩ নভেম্বর ২০২২



---

আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥
ভোলার বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বজলুর রহমান মিস্ত্রী বাড়ির নুর ইসলাম এর দোকান ভাঙচুর ও তার স্ত্রী, নাঈম (১০) সন্তানকে ব্যাপক মারধর করেছেন ভুক্তভোগীসহ এলাকার সাধারণ লোকজন। শনিবার ১২ নভেম্বর ২০২২খ্রিঃ সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে এমনটাই জানা গেছে।
ভুক্তভোগী নুর ইসলাম(৪৫) ও তার স্ত্রী আয়শা (৩৫) অভিযোগ করে বলেন, একই এলাকার মৃত আবদুল মতলবে ঢ়াড়ীর ছেলে শাহে আলম, রুহুল আমিন, শফিজল পারিবারিক শত্রুতার জের ধরে গত শুক্রবার ১১ নভেম্বর আনুমানিক বিকাল ৪টায় দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ছেলে শিশু নাঈম ১০কে মারধর করেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে দোকান ও দোকানের কাপ পিরিচ, টিভি, ফ্রিজ ভাঙচুর করেন। এতে প্রায় ৭০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়।এরা আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়।
স্থানীয় বাসিন্দা মোঃ হোসেন ও তার স্ত্রী মিনারাসহ অনেকেই জানান, শাহে আলম গংদের অত্যাচারে এলাকার দরিদ্র ও অসহায় লোকজন অতিষ্ট। তারা বলেন,দোকান ভাংচুর করার সময় তাদের হাতে দেশীয় অস্ত্র দা ছিল। তাই ভয়ে আমরা কিছুই বলতে পারি নাই।
মেম্বার রহমত বলেন, তাদের অদৃশ্য শক্তির উৎস আমি জানি না। মিমাংসার জন্য শাহে আলম গংদের ডেকেছি তারা আসে না। এবিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে গেলে তারা পালিয়ে যায়।
বোরহানউদ্দিন থানা সুত্রে জানা গেছে, দোকান ভাঙচুর ও হামলার অভিযোগে সাধারণ ডায়রি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২:০৮:৫৪   ২৪৫ বার পঠিত