ভোলার বিএনপি নেতাকর্মীরা রাত কাটাচ্ছেন বরিশালের কীর্তনখোলা নদীতে

প্রচ্ছদ » জাতীয় » ভোলার বিএনপি নেতাকর্মীরা রাত কাটাচ্ছেন বরিশালের কীর্তনখোলা নদীতে
শনিবার, ৫ নভেম্বর ২০২২



স্টাফ রিপোর্টার:

ভোলা থেকে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী লঞ্চ ও ট্রলার যোগে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে এসে পৌঁছেছেন। তারা কীর্তনখোলা নদীতেই রাত যাপন করছেন। লঞ্চেই চলছে তাদের খাওয়া-দাওয়া ও ঘুম-বিশ্রাম। শুক্রবার সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, ঢাকা-ভোলা রুটের ‘এমভি ভোলা’ নামের বিশালাকৃতির লঞ্চ যোগে অন্তত চার হাজার বিএনপি নেতাকর্মী কীর্তনখোলা নদীর তীরে ভিড়েছেন।

---

লঞ্চে আসা বিএনপি কর্মী আবু তাহের বলেন, আমরা আগে থেকেই জানতাম, বরিশালে যাওয়ার সব পথ বন্ধ করে দেবে সরকার। তাই আমরা লঞ্চ রিজার্ভ করে এসেছি। আমরা লঞ্চেই থাকছি। মাঠে গিয়ে মিছিল স্লোগানেও অংশ নিচ্ছি। যত কষ্টই হোক, আওয়ামী সরকারকে না হটানো পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না।
চরফ্যাশন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন জানান, তিন দিন আগে থেকেই চরফ্যাশন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতকর্মীরা বরিশালে এসে পৌঁছেছেন। আমরা তাদের থাকা-খাওয়ার যাবতীয় ব্যবস্থা করেছি।
তজুমদ্দিন উপজেলা থেকে আসা সাবেক ছাত্রদল নেতা মো: নুরুল আহাদ তসলিম বলেন, লালমোহন-তজুমদ্দিন থেকে আমরা কয়েক হাজার নেতাকর্মী সব ধরনের বাধা পার হয়ে সমাবেশস্থলে এসে পৌঁছেছি। অনেকে আত্মীয়-স্বজনের বাসায় উঠেছেন। কেউ কেউ রাতে মাঠেই অবস্থান করবেন।
শুক্রবার রাতে সমাবেশস্থল পরিদর্শন করে দেখা যায়, হাজার হাজার মানুষের উপস্থিতিতে সরব পুরো বেলসপার্ক মাঠ। বিএনপির নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। তারা দফায় দফায় সরকারবিরোধী মিছিল-স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো ময়দান।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:০০   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


ভিসানীতি কার্যকরের সিদ্ধান্তে সরকারের মাথা খারাপ হয়ে গেছে: মির্জা ফখরুল
আওয়ামী লীগের সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাকিবকে হারিয়ে চাপে বাংলাদেশ
লোকসানের মুখে একে একে বন্ধ হয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো
কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপির মতবিনিময় সভা
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক
বিদেশিদের কাছে ধর্না দিয়ে লাভ নেই: শাজাহান খান
গণতন্ত্রের গলা চেপে ধরেছে সরকার: ব্যারিস্টার পার্থ
ভবিষ্যৎ ধকল মোকাবেলায় সহনশীলতা গড়তে আন্তর্জাতিক সহযোগিতা আবশ্যক: প্রধানমন্ত্রী

আর্কাইভ