স্টাফ রিপোর্টার:
ভোলা থেকে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী লঞ্চ ও ট্রলার যোগে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে এসে পৌঁছেছেন। তারা কীর্তনখোলা নদীতেই রাত যাপন করছেন। লঞ্চেই চলছে তাদের খাওয়া-দাওয়া ও ঘুম-বিশ্রাম। শুক্রবার সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, ঢাকা-ভোলা রুটের ‘এমভি ভোলা’ নামের বিশালাকৃতির লঞ্চ যোগে অন্তত চার হাজার বিএনপি নেতাকর্মী কীর্তনখোলা নদীর তীরে ভিড়েছেন।

লঞ্চে আসা বিএনপি কর্মী আবু তাহের বলেন, আমরা আগে থেকেই জানতাম, বরিশালে যাওয়ার সব পথ বন্ধ করে দেবে সরকার। তাই আমরা লঞ্চ রিজার্ভ করে এসেছি। আমরা লঞ্চেই থাকছি। মাঠে গিয়ে মিছিল স্লোগানেও অংশ নিচ্ছি। যত কষ্টই হোক, আওয়ামী সরকারকে না হটানো পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না।
চরফ্যাশন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন জানান, তিন দিন আগে থেকেই চরফ্যাশন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতকর্মীরা বরিশালে এসে পৌঁছেছেন। আমরা তাদের থাকা-খাওয়ার যাবতীয় ব্যবস্থা করেছি।
তজুমদ্দিন উপজেলা থেকে আসা সাবেক ছাত্রদল নেতা মো: নুরুল আহাদ তসলিম বলেন, লালমোহন-তজুমদ্দিন থেকে আমরা কয়েক হাজার নেতাকর্মী সব ধরনের বাধা পার হয়ে সমাবেশস্থলে এসে পৌঁছেছি। অনেকে আত্মীয়-স্বজনের বাসায় উঠেছেন। কেউ কেউ রাতে মাঠেই অবস্থান করবেন।
শুক্রবার রাতে সমাবেশস্থল পরিদর্শন করে দেখা যায়, হাজার হাজার মানুষের উপস্থিতিতে সরব পুরো বেলসপার্ক মাঠ। বিএনপির নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। তারা দফায় দফায় সরকারবিরোধী মিছিল-স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো ময়দান।
বাংলাদেশ সময়: ১৬:৩৯:০০ ২১৪ বার পঠিত