বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

যেখানে সন্ত্রাসী কার্যকলাপ হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে॥ তোফায়েল আহমেদ

প্রচ্ছদ » জাতীয় » যেখানে সন্ত্রাসী কার্যকলাপ হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে॥ তোফায়েল আহমেদ
শুক্রবার, ৪ নভেম্বর ২০২২



আদিল হোসেন তপু ॥
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ঘরে ঘরে আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলতে হবে। যেখানে সন্ত্রাসী কার্যকলাপ হবে,  তার বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে কোন শক্তি নেই আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছেন। বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। ৩’রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলায় জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সিঙ্গাপুর থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

---

তোফায়েল আহমেদ আরো বলেছেন, কেন্দ্রীয় কারাগারে যারা ৪ নেতাকে হত্যা করেছে। সেখানে গিয়েও তারা আমাকে খুঁেজছিলো। কিন্তু আমি ছিলাম ময়মনসিংহ ও রাজ্জাক ভাই, জিল্লুর রহমান ছিলেন কুমিল্লায়। যার জন্য তারা আমাদের পায়নি। ফাঁসির আসামীর মতো আমাকে জেলে রাখা হয়েছিলো।  কিন্তু আমি কোন আপোষ করিনি।  এসময়  কারাগারের অভ্যান্তরে জীবন দেয়া  জাতীয় ৪ নেতার জন্য তাদের আতœার শান্তি কামনা করে শ্রদ্ধা জানান তিনি।
জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক সহ-সভাপতি দোস্ত মাহমুদ, এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু, এডভোকেট জুলফিকার আহমেদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ফেরদাউস আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগ নজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সায়েম, জেলা শ্রমিক লীগের সভাপতি সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক ওমর ফারুক প্রমূখ। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:২৫:০৬   ২৯৬ বার পঠিত