চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলা জেলার দক্ষিণ আইচা থানায় ৪পিচ ইয়াবাসহ মোঃ ইমরান হোসেন (৩৮) নামের মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ । শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় করিম পাড়া বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামীম আহমদ সোহাগ নেতৃত্বে এএসআই মোঃ জুলহাস ও রাজিবুল ইসলামসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃত ইমরান হোসেন চরআইচা ৯নং ওয়ার্ডের মৃত্যু আবুল বশারের পুত্র। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, ইয়াবাসহ আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত দক্ষিণ আইচায় ইয়াবা বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।