বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

তেঁতুলিয়া নদীতে র‌্যাবের অভিযান, আটক ৬ জেলের জেল-জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » তেঁতুলিয়া নদীতে র‌্যাবের অভিযান, আটক ৬ জেলের জেল-জরিমানা
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২



স্টাফ রিপোর্টার ॥
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলায় ৫ জেলেকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-৮। আটককৃতদেরকে ৫জনকে কারাদন্ড এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে ৪জনের ১০ দিন এবং একজনকে ৫ দিনের কারাদন্ড দেয়া হয়। এছাড়াও জব্দকৃত ৯টি নৌকা ২৫ লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ১৫ হাজার মিটার বারেন্ট জাল। বৃহস্পতিবার (১৩ অক্টেবর) ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জসিম উদ্দিন এ রায় দিয়েছেন।

---

র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গির আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসাবে সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম তেঁতুলিয়া নদীর চর ভেদুরিয়া পয়েন্টে অভিযান চালায়। এসময় অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ৯টি ট্রলার ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল।
পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল-জরিমানা করে। ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ২৩:২৫:৩৩   ২৮৫ বার পঠিত