বুধবার, ২০ মার্চ ২০২৪

ভোলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখম করেছে পাষন্ড স্বামী

প্রচ্ছদ » নারী ও শিশু » ভোলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখম করেছে পাষন্ড স্বামী
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২



---

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় যৌতুকের দাবিতে স্ত্রী রহিমা খাতুনকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন তার স্বামী কামাল হোসেন খলিফা। এ ঘটনায় নির্যাতিত ওই নারীর স্বামী, শ্বশুর ছগীর আলী খলিফা ও শাশুড়ী পারুল বেগমসহ ৩জনকে আসামি করে ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, রহিমা খাতুনের সাথে কামাল হোসেনের ০৪-১১-২০১৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রহিমা ও কামাল হোসেন দ¤পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিবাহের পর কামাল হোসেন যৌতুক দাবি করলে, তাকে নগদ দুই লক্ষ টাকা দেয় বলে জানিয়েছেন রহিমা খাতুনের পরিবার। কিছু দিনের মধ্যেই বাড়ি তৈরি করার কথা বলে আরও ১ লক্ষ ৭০ হাজার টাকা নেয় কামাল হোসেন। সেই বাড়ী আজও পর্যন্ত দৃশ্যমান হয়নি। যৌতুকের নেওয়ায় নেশায় পরে গত ২৭-০৯-২০২২ সন্ধ্যা ৭টায় রহিমা খাতুনের নিজ বাড়ীতে তার স্বামী আরও তিন লক্ষ টাকা যৌতুক দাবি করে, টাকা না দেওয়া হলে ডিভোর্স দেওয়ার হুমকিও দেয় তারা। এক পর্যায়ে রহিম খাতুন টাকা দিতে স্বীকৃতি জানালে তার স্বামী কামাল হোসেন ভুক্তভোগী রহিমার চুল ধরে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারধর করে , রক্তাক্ত জখম হয়। রহিমা বেগমের চিৎকার শুনে প্রতিবেশীরা “৯৯৯, নাম্বার ডায়েল করে পুলিশের শরণাপন্ন হন। পুলিশ সাক্ষীদের সহায়তায়  ঘটনাস্থল থেকে রহিমাকে উদ্ধার করে ভোলা সদর হসপিটালে চিৎকার জন্য প্রেরণ করেন।
এ ঘঠনার বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসির নিকট জানতে চাইলে তিনি বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ১৭:০৭:২০   ৩২১ বার পঠিত