বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ভোলায় অবৈধ স্থাপনা বন্ধের দাবিতে জিয়া সুপার মার্কেট ব্যবসায়ী-কর্মচারিদের মানববন্ধন

প্রচ্ছদ » জেলা » ভোলায় অবৈধ স্থাপনা বন্ধের দাবিতে জিয়া সুপার মার্কেট ব্যবসায়ী-কর্মচারিদের মানববন্ধন
সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলা পৌরসভা কর্তৃক রাতের আধারে অবৈধ ও বে-আইনিভাবে জিয়া সুপার মার্কেটে প্লান বহির্ভূত অবৈধ স্থাপনা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে জিয়া সুপার মার্কেটের সকল ঘর মালিক, ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দ। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের উক্ত মার্কেটে সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

---

অবৈধ স্থাপনা বন্ধের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ব্যবসায়ী নেতারা। অন্যথায় এসমায়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দিবেন বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জিয়া সুপার মার্কেট মালিক সমিতির সভাপতি মোঃ ওমর ফারুক, সহ-সভাপতি আব্দুল বারেক,মোঃ শামিম, কোষাধ্যক্ষ মোঃ সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দুলাল, সদস্য মোঃ বাবুলসহ সমিতির নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, শহরের বহু পুরনো ও ঐতিহ্যবাহী জিয়া সুপার মার্কেটের ঘর মালিক কিংবা ব্যবসায়ীদের সাথে কোন আলাপ-আলোচনা না করে ভোলা পৌরসভা কর্তৃপক্ষ রাতের আঁধারে অবৈধ ও বে-আইনিভাবে মার্কেটে প্ল্যান বহির্ভূত অবৈধ স্থাপনা নির্মান করছেন। তারা মার্কেটের বিদ্যুৎ ও পানি সরবরাহও বন্ধ করে দিয়েছে। এতে করে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব নিয়ে ভোলা পৌরসভায় একাধিকবার আবেদন করা হলেও পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি দাবি করে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে মার্কেটের বিদ্যুৎ ও পানি সরবরাহসহ অবৈধ ও বে-আইনিভাবে মার্কেটে প্ল্যান বহির্ভূত অবৈধ স্থাপনা নির্মান বন্ধের দাবি করেন। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলন করারও হুশিয়ারি দেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৯:১৬   ২৫১ বার পঠিত