
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
প্রভাবশালীদের অবৈধ জালে নিঃস্ব মেঘনার জেলে শিরোনামে সংবাদ প্রকাশের পর টনক নড়ে প্রশাসন । সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরহানউদ্দিনের মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেন, ভোলা মৎস বিভাগ ও কোষ্ট গার্ড । সংবাদের সুত্র ধরে অভিযান পরিচালনাকারী দল রবুর চর নামক স্থানে গিয়ে সংবাদের সত্যতা পায় । এ সময় তার অবৈধ খুরচি জালের ১ হাজারটি খুঁটি কেটে ফেলেন ও ১৫ শ মিটার জাল ধ্বংশ করেন । অভিযানের নেতৃত্ব দেন জেলা মৎস কর্মকর্তা মোল্লা এমদাদুল হক । স্থানীয়রা জানান, বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর পরই অবৈধ খুরচি জাল মালিকরা রাতভর প্রায় ১০ হাজার মিটারের মত খুরচি জাল সরিয়ে ফেলে । এদিকে সংবাদের পর অভিযানে অবৈধ জাল উচ্ছেদে সাধারণ জেলেদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান সাধারণ জেলেরা । তারা নিয়মিত অভিযান পরিচালনার জন্য প্রশাসনের কাছে জোড় দাবী জানান । জেলা মৎস মোল্লা এমদাদুল হক জানান, সংবাদের সূত্র ধরে তারা ১ হাজারটি অবৈধ খুঁটি ও ১৫ শ মিটার জাল ধ্বংশ করেন । ভবিষ্যতেও এ অভিযান চলমান থাকবে । জানাযায়, বোরহানউদ্দিনের মেঘনা নদীতে প্রায় ৩ কিলোমিটার জায়গায় ৪টি খরছি জাল ও ৪টি অবৈধ পিটানিয়া জাল পেতে নদী দখলের অভিযোগ ওঠে তজুমদ্দিন উপজেলার মলংচোরা ইউপি চেয়ারম্যান মোঃ নূরনবী সিকদার বাবুল , মিশু হাওলাদার, বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউপির আবু সায়েদ মাঝি, কালাম মাঝি, হাসান নগর ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ মানিক হাওলাদার, ইউপি সদস্য জাহাঙ্গির মাঝি সহ একটি প্রভাবশালী চক্রের বিরদ্ধে । সাধারণ জেলেরা এ অবৈধ জালে নিঃস্ব হলেও ওই প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছিলেন না তারা ।
বাংলাদেশ সময়: ২৩:২১:৫৪ ২৩২ বার পঠিত