চরফ্যাশনে ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন
বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২



---

আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় দীর্ঘ ১৮ বছর পর গণধর্ষণ মামলার দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে আইনের ১৬ ধারা অনুযায়ী এক লাখ টাকা দুইজনকে দুইলাখ টাকা জরিমানা আদায় করে ভিকটিমের পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে ভিকটিমের পরিবার যেন অর্থ পায় তার জন জেলা প্রশাসকে নির্দেশ দেয় আদালত। অভিযোগ প্রমানিত না হওয়ায় এই মামলার অন্য ৬ আসামি বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু ভোলা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় আসামী মোঃ সেলিম ও পলাতক আসামী মোঃ নাসিমকে বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় ঘোষণা করেন। এসময় সাজাপ্রাপ্ত আসামি মো. সেলিমকে তার সাজা থেকে তাদের পূর্বের হাজতবাস কর্তন ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাসিমের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু জারী করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট হুমায়ুন জানান, ২০০৪ সালের ৬ জুন ভোলার চরফ্যাশন উপজেলার চর নুরুল আমিন গ্রামে রাতে আধারে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে বাড়ির পাশে নির্জন মাঠে মোঃ সেলিম ও মো. নাসিম গণধর্ষন করেন। ওইদিন ধর্ষনের শিকার গৃহবধূ বাদি হয়ে চরফ্যাশন থানায় পাচঁজনকে আসামি করে মামলা দায়ের করেন। তিনি আরও জানান, তদন্ত শেষে চরফ্যাশন থানা পুলিশ অভিযুক্ত মোঃ সেলিম ও মোঃ নাসিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আজ নারী শিশু ট্রাইব্যুনালের বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় ঘোষণা করেন। এই রায়ের বাদী সন্তোষ প্রকাশ করেন। পরে আসামি মো. সেলিমকে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০:৪৭:০০   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে ছাত্রলীগ নেতা ও পরিবারকে হত্যা ও নির্যাতনের হুমকি
বাপ্তায় সুপারি চুরিতে বাঁধা দেয়ায় হামলা, আহত-৩
পশ্চিম ইলিশায় বসতভিটা ছাড়তে ভাইয়ের উপর ভাইয়ের হামলা
লালমোহনে জমিজমা বিরোধের জেরধরে দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ
ভোলার বাজারে আলু উধাও, দাম নিয়ে ক্ষোভ ক্রেতাদের
বোরহানউদ্দিনে অধিক দামে পন্য বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা
বোরহানউদ্দিনে ৩ কেজি গাঁজাসহ আটক-২
পূর্ব শত্রুতার জেরধরে রাতের আধারে পানের বরজ কর্তন
ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ
কোস্টগার্ডের অভিযানে ইলিশায় ১৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

আর্কাইভ