বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ভোলায় পলিসি উন্নয়ন ও বিদ্যমান পরিস্থিতির উন্নয়ন বিষয়ক মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় পলিসি উন্নয়ন ও বিদ্যমান পরিস্থিতির উন্নয়ন বিষয়ক মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা
বুধবার, ১৩ এপ্রিল ২০২২



স্টাফ রিপোর্টার ॥
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস ভোলা বাস্তবায়িত নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্পের অর্ন্তগত পলিসি উন্নয়ন বিষয়ক মাল্টি স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের আওতায় আন্তর্জাতিক দাতা সংস্থা আইএফএডি’র আর্থিক সহযোগিতা এবং পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহযোগিতায় আজ ১২ এপ্রিল বৃহস্পতিবার সকালে ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল।

---

কর্মশালার শুরুতে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট প্রকল্পের ব্যবস্থাপক ডা: মোঃ খলিলুর রহমান জিজেইউএস এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
পরে তিনি এই কমিটি গঠনের উদ্দেশ্য কমিটির কর্মকান্ড, কমিটির সদস্যদের তালিকা উন্নয়ন, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ফলাফল ও ৬টি ইনটারভেনশন সার্ভিস মার্কেট ডেভলপমেন্ট, ফিড মার্কেট ডেভেলপমেন্ট, খামার যান্ত্রিকীকরণ, নিরাপদ দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন, নিরাপদ মাংসের বাজার উন্নয়ন ও আইসিটি বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ট্রেনিং কর্মকর্তা, ডা. মোঃ মহিউদ্দিন   ডিএলও অফিস ও সাধন সরকার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোস্তফা কামাল, অতিরিক্ত পরিচালক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. মো: ফেরদৌস পিয়াল, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।

বাংলাদেশ সময়: ১:১৬:০৫   ৩৪৯ বার পঠিত