বুধবার, ২০ মার্চ ২০২৪

দক্ষিন রতনপুরে জমিজমার বিরোধে জেরে সন্ত্রাসী হামলার প্রতিবাদের মানববন্ধন

প্রচ্ছদ » অপরাধ » দক্ষিন রতনপুরে জমিজমার বিরোধে জেরে সন্ত্রাসী হামলার প্রতিবাদের মানববন্ধন
সোমবার, ৪ এপ্রিল ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ রতনপুর গ্রামের সন্ত্রাসী আলী হাসান, রাকিব ও রাসেলকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করছে এলাকাবাসী। রবিবার (০৩ এপ্রিল) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ভোলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

---

জানা যায়, শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমির হোসেন, আব্দুল লতিফ ও মাইনুদ্দিনের সাথে আলী হাসান, রাকিব ও রাসেলদের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ ছিলো। তার মিমাংসার জন্য গত ৩০ মার্চ স্থানীয়ভাবে সালিশ বৈঠকে বসে। সালিশের এক পর্যায়ে আলী হাসান, রাকিব ও রাসেলরা সালিসের রায় না মেনে আমির হোসেন, আব্দুল লতিফ ও মাইনুদ্দিনের উপর বগি দা, রাম দা ও চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে তারা ঢাকা ও বরিশাল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
আহতদের পরিবারের পক্ষ থেকে ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভোলা সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, শিবপুর ইউনিয়ন দক্ষিণ রতনপুর গ্রামে দুই ভাইয়ের মধ্যে জমিজমার বিরোধকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আমির হোসেনের পরিবারের লোকজন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০:২০:৪৭   ৩৫২ বার পঠিত