বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

নৌকা প্রতীকের সমর্থন করায় মনপুরায় সমর্থককে মারধর

প্রচ্ছদ » অপরাধ » নৌকা প্রতীকের সমর্থন করায় মনপুরায় সমর্থককে মারধর
মঙ্গলবার, ২২ জুন ২০২১



---

স্টাফ রিপোর্টার ॥
ভোলার মনপুরায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন ও ভোট দেওয়ায় স্কুল শিক্ষককে মারধর করেছে প্রতিপক্ষ আনারস প্রতীকের সমর্থকরা। আজ সকালে উপজেলার চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্কুল শিক্ষক মিলন চন্দ্র বিশ্বাস চিকিৎসা নিয়ে হামলাকারীদের আতঙ্কে বাসায় রয়েছেন।
আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার অনুষ্ঠিত মনপুরা উপজেলার হাজিরহাট ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী দ্বিপক চৌধুরীকে সমর্থন করে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন ওই ইউনিয়নের স্কুল শিক্ষক মিলন চন্দ্র বিশ্বাস। নৌকার প্রতীকের সমর্থন করায় আনারস প্রতীকের প্রার্থী নাজিম উদ্দিনের সমর্থকরা বিজয়ের পর মিলন চন্দ্র বিশ্বাসের উপর ক্ষিপ্ত হয়। মিলন চন্দ্র হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় আসলে আনারস প্রতীকের সমর্থক ইউসুফ হাওলাদার, মফিজ মিয়ার নেতৃত্বে মিলনের উপর অতর্কিত হামলা চালানো হয়। মিলনের আত্মচিৎকারে লোকজন এসে ঝড়ো হলে হামলাকারী ইউসুফ, মফিজ বাহিনী চলে যায়। মিলনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর থেকে হাজিরহাট ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার নির্বাচিত হওয়ার পর থেকে নৌকা প্রতীকের প্রার্থীরা আতঙ্কের মধ্যে রয়েছে। তারা ভয়ে বাসা থেকে বের হচ্ছে না বলে জানিয়েছেন।
আহত মিলন চন্দ্র বিশ্বাস বলেন, আমি একজন স্কুল শিক্ষক। আমি আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী দ্বিপক চৌধুরীকে সমর্থন নিয়ে তার নির্বাচন করেছি এবং নৌকায় ভোট দিয়েছি। এই কারণে আনারস প্রতীকের বিজয়ী প্রার্থী নিজাম উদ্দিন হাওলাদারের সমর্থকরা আমাকে বাজারে পেয়ে মারধর করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।
হাজির হাট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন হাওলাদার বলেন, বিষয়টি মেম্বার প্রার্থীর সমর্থন নিয়ে হয়েছে। এখানে নৌকা সমর্থন কিংবা আনারস প্রতীকের সমর্থনের কোন বিষয় নয়। বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র করছে একটি মহল।

বাংলাদেশ সময়: ২২:০০:১৩   ১০৪১ বার পঠিত