বুধবার, ২০ মার্চ ২০২৪

ভোলায় ইমাম প্রশিক্ষনার্থীদের সমাপনি অনুষ্ঠানে জেলা প্রশাসক দেশ ও সমাজের কল্যানে ইমামগন অতিতের ন্যায় অবদান রাখবেন

প্রচ্ছদ » ইসলাম » ভোলায় ইমাম প্রশিক্ষনার্থীদের সমাপনি অনুষ্ঠানে জেলা প্রশাসক দেশ ও সমাজের কল্যানে ইমামগন অতিতের ন্যায় অবদান রাখবেন
শনিবার, ১৯ জুন ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলা ইসলামি ফাউন্ডেশনে উদ্যেগে ৫দিন ব্যপি প্রশিক্ষন প্রাপ্ত ইমামদের পূর্নরায় প্রশিক্ষন প্রদান শেষে সমাপনি অনুষ্ঠানে সার্টিফিকের বিতরন করা হয়। ইসলামি ফাউন্ডেশন ভোলা কার্যালয়ে মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: তোফিক-ই-লাহি চৌধুরী।
সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, সরকারি ফজিলাতুন নেসা মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো: মাসুম বিল্লাহ, ভোলা জেলার ইমাম সমিতি সভাপতি মীর বেলায়েত হোসেন। ইসলামি ফাউন্ডেশন ভোলার মাষ্টার ট্রেইনার রিয়াজ উদ্দিন কাসমী। ইসলামি ফাউন্ডেশন ভোলা পরিচালক মো: হারুন অর রশিদ সরকার এর সভাপত্তিতে অনুষ্ঠান উপস্থাপনা করেন ইসলামি ফাউন্ডেশন ভোলার মাষ্টার ট্রেইনার রিয়াজ উদ্দিন কাসমী। প্রধান অতিথির বক্তেব্য জেলা প্রশাসক তৌফিক-ই-লাহি চৌধুরী সমাজের তৃণমূল পর্যায়ে ইমামগন অবদান রেখে আসছে। দেশ ও সমাজের কল্যানে ইসলাম শান্তির পথ দেখিয়ে আসছে। দেশের কল্যানে অতিতের ন্যায় ভবিষ্যতেও কাজ করবেন এ আহবান।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:০২   ৪০৩ বার পঠিত