বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

চরফ্যাশনে তেঁতুলিয়া নদী খনন প্রকল্প উদ্বোধন করেন এমপি জ্যাকব

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে তেঁতুলিয়া নদী খনন প্রকল্প উদ্বোধন করেন এমপি জ্যাকব
শুক্রবার, ৭ মে ২০২১



চরফ্যাশন প্রতিনিধি ॥
উপজেলার বিচ্ছিন্ন চর মুজিবনগর, কুকরি-মুকরি, নজরুলনগর ও চর কলমী ইউনিয়নে তেঁতুলিয়া নদীর ভাঙ্গণ ও বন্যা নীয়ন্ত্রণে ১১.১ কিলোমিটার ড্রেজিং প্রকল্পের কাজ শুভ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। মঙ্গলবার (৪ মে) বেলা ১২টায় বিচ্ছিন্ন দ্বীপ মুজিব নগর বাংলাবাজারে এ কাজের উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নুরুল ইসলাম, পৌর মেয়র এসএম মোরশেদ, পানি উন্নয়ন বোর্ড ভোলা-২এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ ও উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।

---

এসময় এমপি জ্যাকব বলেন, চরফ্যাশনে নদী ভাঙ্গণরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মাধ্যমে ৩০কিলোমিটার নদী তীর সিসি ব্লক/জিও ব্যাগ স্থাপন সহ প্রায় ২৫ কিলোমিটার এলাকা ব্লক দিয়ে স্থায়ী বেড়িবাধঁ নির্মানে শতশত কোটি টাকার কাজ করা হয়েছে। উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান জানান, ১৮০কোটি টাকা ব্যয়ে বকসী লঞ্চঘাট থেকে বাবুরহাট লঞ্চঘাট এলাকা ড্রেজিং ও চর কুকরি-মুকরি দ্বীপ বন্যা নীয়ন্ত্রণ শির্ষক প্রকল্পের আওতায় মুজিব নগরের পুটিয়া থেকে দক্ষিণ পর্যন্ত ১১ কিলোমিটার নদী খননে ১৮টি ড্রেজিং এর মাধ্যমে এ কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০০:৪৩   ৩৯৯ বার পঠিত