বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ভোলায় আঞ্জুমান মফিদুল ইসলামকে লাশ বাহী গাড়ী হস্তান্তর

প্রচ্ছদ » জেলা » ভোলায় আঞ্জুমান মফিদুল ইসলামকে লাশ বাহী গাড়ী হস্তান্তর
শুক্রবার, ৭ মে ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
আবহমানকাল ধরে দ্বীপজেলা ভোলা লাশ পরিবহন এর কোন বাহন ছিল না। ফলে বাধ্য হয়ে পৌরসভার একটি ময়লার গাড়িতেই সকল লাশ পরিবহন করতে হতো। এ অভাব পূরণে এগিয়ে এসেছেন ভোলার শামসুদ্দিন মিয়া পরিবারের অন্যতম একজন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য রাজনীতিবিদ ও সমাজসেবী মাহবুবুর রহমান হিরন। তিনি ভোলার লাশ পরিবহনের জন্য একটি লাশবাহী পিকআপভ্যান আঞ্জুমান মফিদুল ইসলাম ভোলা শাখাকে প্রদান করেছেন।
শুক্রবার (৭ মে) বেলা ১১টায় আমেনা বেগম তাহফুজুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে মাহবুবুর রহমান হিরনের জ্যেষ্ঠভ্রাতা আবুল কাশেম আবু মিয়া ও তার চাচাতো ভাই মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার দোস্ত মোহাম্মদ উপস্থিত থেকে গাড়িটি আঞ্জুমান মফিদুল ইসলাম, ভোলা শাখা সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেনের কাছে হস্তান্তর করেন।

---

এসময় আঞ্জুমান মফিদুল ইসলামের সহ-সভাপতি সাবেক সিভিল সার্জন ডাক্তার আব্দুল মালেক, যুগ্ম সাধান সম্পাদক মুহাম্মদ আবু তাহের, সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, অধ্যাপক শফিকুল ইসলাম, মাইনুল হক চৌধুরী, আলহাজ্ব আবু বকর মোল্লা, সাইদুর রহমান মাসুদ, হেমায়েত উদ্দিন জুয়েল, এডভোকেট আদিল মাহমুদ, মাওলানা আব্দুল কুদ্দুস, সাংবাদিক আব্দুল বারেক, আঞ্জুমানের দাফন-কাফন বিভাগের পরিচালক হাফেজ বনি আমিন, মেজবাহউদ্দিন শিপু, এডভোকেট মনিরুল ইসলাম, আদিল হোসেন তপু, ইমতিয়াজু রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাফেজ বনি আমিনের মুনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এ সময় আঞ্জুমান এর পক্ষে আলহাজ্ব গোলাম নবী আলমগীর, দোস্ত মাহমুদ ও আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
আঞ্জুমান মফিদুল ইসলাম এর ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন বলেন, বাংলাদেশের প্রাচীন তম সংগঠন ইসলামি কল্যান সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলাম ভোলায় কাজ করা শুরু করে ২০০৮ সালে। বিগত দিনে ভোলায় লাশ বহন করায় নানান ভোগান্তিতে পরতে হতো। ভোলায় লাশ বহন করার কোন গাড়ি ছিলো না। ভোলা পৌরসভার ময়লার গাড়িতে করে লাশ বহন করা হতো। এই সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে আবেদন করেছি। আমাদের আবেদনের পেক্ষিতে ভোলার সন্তান রাজনৈতিক ব্যক্তিক্ত মাহাবুবুর রহমান হিরন লাশ পরিবহনের জন্য একটি গাড়ি দান করেছেন। এটা ভোলা বাসির জন্য অন্তত আনন্দের ও খুশির সংবাদ।

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৫৪   ৫০০ বার পঠিত