১২ ঘন্টা পর ভোলা-লক্ষীপুর রুটে ফেরী চলাচল শুরু

প্রচ্ছদ » জেলা » ১২ ঘন্টা পর ভোলা-লক্ষীপুর রুটে ফেরী চলাচল শুরু
শনিবার, ১৭ এপ্রিল ২০২১



ছোটন সাহা ॥
বন্ধ থাকার ১২ ঘন্টা পর ভোলা-লক্ষীপুর রুটের ফেরী চলাচল শুরু হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে ঘাট সংস্কার এবং পন্টুন সচল করার পর ফেরী চলাচল শুরু করে।
বিআইডব্লিটিএ এর উদ্ধারকারী জাহাজ ‘অগ্রগামী’ ঘটনাস্থলে এসে ‘লো ওয়াটার’ ঘাটের পল্টুনটি সচল করার পর এ রুটের ফেরী চলাচল শুরু হয়। পন্যবাহি ট্রাক নিয়ে রাতেই এ রুটের কৃষানি নামের একটি ফেরী ভোলার ইলিশা ফেরীঘাট থেকে লক্ষীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে ফেরী চলাচলের মধ্যে দিয়ে দেশের  দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাথে ফের যোগাযোগ চালু হয়।

---

এরআগে ঝড়ের কবলে পড়ে ভোলার ইলিশা ফেরীঘাট এবং পল্টুন ক্ষতিগ্রস্থ হয়। এতে সেখানকার লো এবং হাইওয়াটার ঘাট ক্ষতিগ্রস্থ হওয়ায় সকাল ৮টা থেকে ফেরী চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে উভয় পাড়ে শতাধিক ট্রাকের জট সৃষ্টি হয়।
ভোলার ইলিশা ফেরী ঘাটের বিআইডব্লিটিসি ম্যানেজার (ইনচার্জ) পারভেজ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিআইডব্লিটিএ উদ্ধারকারি জাহাজ ‘অগ্রগামী’ বিকাল ৫ টায় ইলিশা ফেরী ঘাটে এসে পৌছানোর পর উদ্ধার কাজ শুরু করে।   রাত ৮ টায় পন্টুন এবং ঘাট সচল করার পর ফেরী চলাচল শুরু করা হয়।
তিনি বলেন,  ঘাটে যদিও শতাধিক পন্যবাহি ট্রাকের জট রয়েছে। কিন্তু ফেরী চলাচল শুরু হওয়াতে খুব দ্রুত উভয় পাড়ের জট কমে যাবে।
উল্লেখ্য, সকালের দিকে ঝড়ে ভোলা-লক্ষীপুর রুটের ভোলা অংশের ইলিশা ফেরীঘাটের লো এবং হাইওয়াটার ঘাট ক্ষতিগ্রস্থ হয় এবং পল্টুন নিদিষ্ট স্থান থেকে অন্যত্র সরে যায়। এতে ফেরী চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ২২:২৪:৪২   ৪৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় মহানবী (সা.)কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
ক্যাপসিকাম চাষে ঝুঁকছেন ভোলার কৃষকরা
ভোলায় তরমুজের ক্রেতা নাই
ভোলায় তিনদিন ব্যাপী সাংবাদিকদের বেসিক জার্নালিজম ট্রেনিং এর উদ্বোধন
ভোলায় নানান আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলায় বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় রাসূল (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ভোলা ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ইলিশ মাছ রান্না না করায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে



আর্কাইভ