ভেদুরিয়ায় জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপে ধাওয়া পাল্টা

প্রচ্ছদ » অপরাধ » ভেদুরিয়ায় জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপে ধাওয়া পাল্টা
বুধবার, ৭ এপ্রিল ২০২১



স্টাফ রিপোর্টার ॥
ভোলায় সদরের ভেদুরিয়া ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপে ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। বুধবার (৭ এপ্রিল) সকাল ৯ টায় ভেদুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সরকারের বন্দোবস্ত দেওয়া ভূমিহীনদের সাথে ও প্রভাবশালী ভূমিদস্যুদের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তথ্য সূত্রে জানা যায়, ১৯, ৬৬, ৬৭ সালে সরকার ভূমিহীনদের মাঝে ভেদুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খাস জমি বন্দোবস্ত দেয়। সরকারের বন্দোবস্ত পেয়ে ওই জমির মালিক আব্দুল বারেক, আব্দুল লতিফ, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ আব্দুল মালিক, মোহাম্মদ নাসির আহমেদ, মোহাম্মদ হাসান জামান, মোহাম্মদ রাজ্জাক, মুক্তিযুদ্ধা মোহাম্মদ গোরফান, মোহাম্মদ সুলতান আহমেদ, মোহাম্মদ নূর, মোহাম্মদ মহাসিন, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ আলমগী গংরা ভোগদখল করে আসছে। সেই জমিতে চাষাবাদ, মাছ ও গাছপালা রোপন করে ভোগদখল করে সরকারের বন্তোবস্ত পাওয়া এই সকল কার্ডধারী জমির মালিকা। হঠাৎ করে ওই জমি দখলে নেওয়ার জন্য স্থানীয় আলামিন বাহিনীর নেতৃত্বে একদল ভূমিদস্যু পায়তারা চালায়। বুধবার (৭ এপ্রিল) জমির মালিকরা তাদের ভোগদখলীয় জমিতে মাছ ছাড়ার জন্য গেলে ভূমিদস্যু আল আমিনের নেতৃত্বে একদল লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে জমির ভোগদখলীয় মালিকদের উপরে হামলা চালায়। এসময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়ার ঘন্টা ঘটে। আলামিন বাহিনীর হামলায় বেশ কয়েকজন জমির মালিক গুরুতর আহত হয়।
হামলার খবর পেয়ে এসআই ইমাম, এসআই মনিরুল ইসলাম, এসআই ইনজামুল হক, এসআই সুজন, এসআই মোশারফ, ভেলুমিয়া ফাঁড়ির বেস্ট অফিসার এএসআই দীপক কুমার দাস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জমির মালিক আব্দুল বারেক, আব্দুল লতিফ, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ আব্দুল মালিক, মোহাম্মদ নাসির আহমেদ বলেন, সরকার আমাদেরকে ১৯, ৬৬, ৬৭ সালে ৩ একর করে এই জমি বন্দোবস্ত দেয়। আমরা সেই থেকে জমির মালিক হিসেবে ভোগদখলে রয়েছি। জমিতে চাষাবাদে গেলে কিছু কিছু সময় আলামিন বাহিনীরা আমাদের কাছ থেকে টাকা পয়সা চায় এবং মারধর করে। আমরা জমির মালিকরা মাছ ছাড়ার জন্য আসলে আলামিন বাহিনী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদেরকে মাছ ছাড়তে বাধা দেয়। আমরা এখন আল আমিন বাহিনীর হামলার আতঙ্কে রয়েছি। এ ব্যাপারে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।
এ ব্যাপারে আল আমিন বলেন, এই জমি আমাদের। আমরা ভোগ দখলে আছি। তারা অন্য দাগের জমি মালিক। আমাদের ভোগদখলীয় জমিতে জোরপূর্বক দখলের পায়তারা চালিয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫১:৪০   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা



আর্কাইভ