দৌলতখানে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

প্রচ্ছদ » অর্থনীতি » দৌলতখানে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ
বুধবার, ৭ এপ্রিল ২০২১



দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সহায়তায় উপজেলা পরিষদ চত্বরে টেলি-কনফারেন্সের মাধ্যমে এ কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ উদ্বোধন করেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ¦ আলী আজম মুকুল।
সমম্বিত ব্যবস্থাপনায় মাধ্যমে কৃষি যান্তিকীকরন প্রকল্প এর আওতায় উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি (৭০% ভর্তকি) মূল্যে কৃষকের মাঝে ধান/গম কাটা ও মাড়াই,ঝাড়াইর জন্য এ কম্বাইন-হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। এসময় ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল বলেন, ‘করোনা মহামারির এ সময়ে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। শ্রমিক সংকটে কৃষক ধান কাটতে হিমসিমে পড়তে হচ্ছে। তাই সরকার (৭০%ভর্তকিতে) কৃষকের মাঝে  কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে।

---

পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চারজন কৃষকের মাঝে এ কম্বাইন হারভেস্টার মেশিন এর চাবি তুলেদেন উপজেলা পরিষদের চেয়ারম্যার আলহাজ¦ মনজুর আলমখান। এছাড়াও এ উপজেলায় আরও তিনজন কৃষককে  কম্বাইন হারভেস্টার মেশিন দেয়া হবে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন হাওলাদার, উপজেলা প্রকৌশলী মাহিদুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:০৫:৫৮   ৪৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ক্যাপসিকাম চাষে ঝুঁকছেন ভোলার কৃষকরা
ভোলায় তরমুজের ক্রেতা নাই
তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
ভোলার বাজারে সব ধরনের মাছের দাম আকাশ ছোয়া!
মাচা পদ্ধতিতে সবজি চাষে সফল ভোলার কৃষকেরা
ভোলায় SOYEE প্রোগ্রামের চাকুরি বিষয়ক মেলা অনুষ্ঠিত
লাল তীর সীড’র সাথে জিজেইউএস’র চুক্তি স্বাক্ষর
ভোলার বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না বেশীরভাগ পন্য
ভোলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে গমের আবাদ
কাউন্সিলর থেকে উদ্যোক্তা লালমোহনের মনির



আর্কাইভ