বুধবার, ২০ মার্চ ২০২৪

চরফ্যাশনে ইউপি নির্বাচনে মেম্বারপ্রার্থীর সমর্থকদের হুমকি ও হয়রানীর অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে ইউপি নির্বাচনে মেম্বারপ্রার্থীর সমর্থকদের হুমকি ও হয়রানীর অভিযোগ
শুক্রবার, ২ এপ্রিল ২০২১



স্টাফ রিপোর্টার ॥

ভোলার চরফ্যাশন উপজেলার ১৪নং জাহানপুর ইউনিয়ন নির্বাচনে ৯নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বারপ্রার্থী মোঃ আব্দুস সালাম সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ধামকি ও হয়রানীর অভিযোগ উঠেছে অপর মোরগ প্রতীকের প্রার্থী মোঃ নাগর ডাক্তারের বিরুদ্ধে। মোরগ প্রতীক প্রার্থী ও তার সমর্থকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনে আতঙ্কিত হয়ে পড়েছে ফুটবল প্রতীকের প্রার্থী ও তার সমর্থকরা। শুক্রবার (২ এপ্রিল) দুই বারের নির্বাচিত ইউপি সদস্য ও বর্তমান ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ আব্দুস সালাম লিখিতভাবে এই অভিযোগ করেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান ভুক্তভোগী প্রার্থী আঃ সালাম।

---

লিখিত অভিযোগে ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ আব্দুস সালাম বলেন, আমি জাহানপুর ৯নং ওয়ার্ড থেকে জনগনের বিপুল ভোটে দুই বার ইউপি সদস্য নির্বাচিত হয়ে প্যানেল চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্বপালন করেছি। আমি আপদে বিপদে সবসময় জনগনের পাশে থাকার কারণে জনগন আমাকে ভালোবেসে তাদের মূল্যবান ভোট দিয়ে দুইবার ইউপি সদস্য নির্বাচিত করেছেন। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে আমার বিপুল জনসমর্থন দেখে মোরগ প্রতীকের প্রার্থী মোঃ নাগর ডাক্তার ও তার সমর্থকরা বিভিন্নভাবে আমার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করছে। আমার সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে অস্ত্র দেখিয়েও হুমকি-ধামকি দিচ্ছে মোরগ প্রতীকের সমর্থকরা। এতে আমার সমর্থকরা আতঙ্কিত হয়ে পড়েছে। উল্টো নাগর ডাক্তার আমাকে হয়রানী করার জন্য বিভিন্ন ধরনের নাটক সাজিয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) মোরগ প্রতীকের প্রার্থী নাগর ডাক্তারে পিতা আবদুর রশিদ (৫৫) ফসলি জমির উপর দিয়ে বাড়িতে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে যায়। আঃ রশিদকে হাসপাতালে ভর্তি করে সাংবাদিক ভাইদেরকে মিথ্যা নাটক সাজিয়ে আমার ছেলে, ভাই, ভাতিজা ও সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মারধরের অভিযোগ করেছে। আমার লোকজন আঃ রশিদকে কোন ধরনের মারধর কিংবা নির্যাতন করেনি। একের পর এক নাটক সাজিয়ে আমাকে হয়রানী করার জন্য নাগর ডাক্তার উঠে পড়ে লেগেছে।
ভোলা-৪ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, চরফ্যাশন থানার ওসি মহোদয়ের কাছে আমি মোরগ প্রতীকের প্রার্থী নাগর ডাক্তার ও তার সমর্থকদের হাত থেকে আমার সমর্থকদের জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের জোর দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে অভিযুক্ত মোরগ প্রতীকের প্রার্থী মোঃ নাগর ডাক্তারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২:০৬:২৬   ১৫২৭ বার পঠিত