দৌলতখানে জিজেইউএস কাবাডি ও ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » দৌলতখানে জিজেইউএস কাবাডি ও ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত
সোমবার, ২২ এপ্রিল ২০১৯



---
দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখান উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে সুকদেব স্কুল মাঠে অনুষ্ঠিত হলো জিজেইউএস কাবাডি ও ভলিবল এর ফাইনাল খেলা।  ফাইনাল খেলায় ভলিবলে জয়নগর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় সুকদেব মদন মোহন স্কুল কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কাবাডি খেলায় চরগুমানি মাধ্যমিক বিদ্যালয় নলগোড়া শরীফ বাড়ি স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির আওতায়  গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে।
পরে স্কুল মাঠে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোঃ ফয়সেল। সুকদেব স্কুলের প্রধান শিক্ষক নাজমুল হোসেন হারুনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসূচি) হুমায়ুন কবির, অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল, উপ-পরিচালক মো আহসান উল্লাহ ও সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোঃ আলমগীর হোসেন। আলাচনা শেষে বিজয়ী ও রানার আপদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। খোলায় ১৬টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৪২   ৮৯৭ বার পঠিত  



নারী ও শিশুধষর্ণের প্রতিবাদে বোরহানউদ্দিনে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ফেনীর নুসরাত জাহান রাফি, মুন্সিগঞ্জের সেতুমন্ডল ও সেলিনা গোমেজের হত্যার বিচারের দাবীতে সোমবার ২২ এপ্রিল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে ভোলার বোরহানউদ্দিনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে থানার মোড়ে মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। এতে বক্তব্য রাখেন উপজেলা শাখার সভাপতি বাবু অনিল কুমার দাস, সাধারন সম্পাদক বাবু ইন্দ্রজী দে প্রমুখ। বক্তরা দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষণে ও হত্যার চিত্র তুলে ধরে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও সংখ্যালঘুদের জমিদখল ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদ জানান। তারা আরো বলেন, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নতবাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। ফলে সাম্প্রদায়িকতা আর সামাজিক অপরাধ বন্ধে সরকারকে করে হওয়ার আহবান জানান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলা ক্রিকেট একাডেমির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ভোলায় ক্ষুদে ফুটবলারদের দেওয়া হল সংবর্ধনা
ভোলায় অগ্রণী ব্যাংকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সদন বিতরণ



আর্কাইভ