ভোলায় পৃথিবীর অন্যতম বিষধর সাপ “রাসেল ভাইপার” উদ্ধার

প্রচ্ছদ » জেলা » ভোলায় পৃথিবীর অন্যতম বিষধর সাপ “রাসেল ভাইপার” উদ্ধার
বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮



---
আচিন্ত্য মজুমদার ॥
ভোলার মেঘনার পাড়ে সন্ধান মিলল পৃথিবীর অন্যতম বিষধর সাপ “রাসেল ভাইপার”। বুধবার (৩১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় একটি লাকড়ির দোকান থেকে সাড়ে ৩ ফুট লম্বা বিলুপ্তপ্রায় ভয়ংকর এই সাপটি উদ্ধার করে বন বিভাগ।
বন বিভাগের রেঞ্জ অফিসার মোঃ কামরুল ইসলাম জানান, দুপুরে স্থানীয়রা একটি লাকড়ির দোকানে সাপটি দেখতে পেয়ে বন বিভাগে এমন খবর দেয়। খবর পেয়ে তার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া সাপটিকে উপকূলীয় সংরক্ষতি বনে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।
মেইলে পাঠানো সাপটির ছবি দেখে সাপটি বাংলাদেশের অন্যতম বন্যপ্রাণী গবেষক ও সরীসৃপ বিশেষজ্ঞ সমীর সাহা জানান, অনেকটা অজগরের মত দেখতে হলেও এটি আসলে পৃথিবীর অন্যতম বিষধর সাপ “রাসেল ভাইপার” অথবা চন্দ্রবোড়া সাপ। এ সাপটি খুব বিষাক্ত। সাধারনত বরেন্দ্র অঞ্চলে এ সাপের বিস্তার দেখা গেছে। দক্ষীণাঞ্চলে এই প্রথম এ সাপের দেখা মিলল। বরেন্দ্র অঞ্চল ছাড়াও সাপটি সুন্দরবন এবং চট্টগ্রাম অঞ্চলে সাপটি দেখা যায়। এরা মূলত ঝোপঝাড়, বন, ম্যানগ্রোভ বন, পাথরযুক্ত পাহাড়ে বাস করে। ইঁদুর, কাঁকড়া, ব্যাঙ ও ছোট পাখি খেয়ে জীবনধারণ করে। সবচে মজার বিষয় হলো এরা সরাসরি বাচ্চা দেয়। কারন ডিম পেটেই থাকে। বাচ্চা পেটে ফুটেঁ বের হয়ে আসে।
তিনি আরো জানান, এ সাপ যাকে ছোবল মারে, তার মৃত্যু নিশ্চিত। ২০১৩ সালে সর্বপ্রথম নাচোল উপজেলার বারেন্দ্র গ্রামে রাসেল ভাইপার সাপটি দেখা যায়। এ যাবত ওই অঞ্চলে এ সাপের কামড়ে অন্তত ২০জন মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৫৫   ১৭০১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
আপনাদের আমানত ভাল পাত্রে জমা রাখবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার



আর্কাইভ