ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রচ্ছদ » জেলা » ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮



স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের আবুল কাশেম (২৪) নামে যাত্রীবাহী মোটরসাইকেল ড্রাইভারের নিজের শখের হোন্ডা দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। মৃত্যু আবুল কাশেম এর পরিবার সূত্রে জানা যায়, রাজাপুর ইউনিয়নের জনতা বাজার এলাকার ৫নং ওয়ার্ডের জালাল আহমেদ ফরাজী ছেলে আবুল কাশেম প্রথমে টমটম ড্রাইভার ছিলেন কিন্তু হঠাৎ তার শখ হয় যাত্রীবাহী মোটরসাইকেল দিয়ে যাত্রী যাতায়াত করবে।
আর পূরণ ও হয়েছে সেই স্বপ্ন কিন্তু শখের হোন্ডা দূর্ঘটনায় যে তার মৃত্যু হবে কে জানতো সেই কথা? গত ২৬ অক্টোবর বিকালে ইলিশা সড়কে দেলু সাহেব এর বাড়ীর দরজায় হোন্ডায় দূর্ঘটনা আহত হয় কাশেম ও তার এক যাত্রী পরে তাদের মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কাশেম এর অবস্থা বেগতিক দেখে বরিশাল রেফার করেন বরিশাল থেকে আবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষনা করেন।
এদিকে, ভোলার চরফ্যাশনে ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলামিন (১৮) নামে এক অটোযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (২৯ অক্টোবর) দুপুরে চরফ্যাশন-শশীভূষণ সড়কের লেতরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলামিন চরফ্যাশন পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামসুল হকের ছেলে।
শশীভূষণ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, দুপুরে চরফ্যাশন থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা শশীভূষণের দিকে যাচ্ছিল। এ সময় ওই সড়কের লেতরা বাজার এলাকায় পৌঁছলে একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলামিনসহ ছয় অটোযাত্রী আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেওয়ার পথে আলামিন মারা যান। বাকিদের মধ্যে দু’জনকে চরফ্যাশন ও তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত করছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮:৩০:৫০   ৯৮৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় মহানবী (সা.)কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
ক্যাপসিকাম চাষে ঝুঁকছেন ভোলার কৃষকরা
ভোলায় তরমুজের ক্রেতা নাই
ভোলায় তিনদিন ব্যাপী সাংবাদিকদের বেসিক জার্নালিজম ট্রেনিং এর উদ্বোধন
ভোলায় নানান আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলায় বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় রাসূল (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ভোলা ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ইলিশ মাছ রান্না না করায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে



আর্কাইভ