চরফ্যাশনে শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখালো ভ্রমনকন্যারা

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখালো ভ্রমনকন্যারা
মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮



---

ছোটন সাহা ॥
ভোলার চরফ্যাশনে অনুষ্ঠিত হয়ে গেলো চমক সৃষ্টিকারী ইভেন্ট কর্ণফূলী প্রেজেন্টস ‘নারীর চোঁখে বাংলাদেশ’ শিরোনামের মতবিনিময় সভা। ‘ট্রভেলেটস অফ বাংলাদেশ ভ্রমনকণ্যা’ আয়োজনে মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে উপজেলার চরফ্যাশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম এবং ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুরুতে ভ্রমন কন্যারা ‘বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করেন। পরে নারীদের আত্মরক্ষা, বয়সন্ধিকালীন সমস্যা, খাদ্য ও পুষ্টি নিয়ে আলোচনা হয়। এতে ট্রভেলেটস অব বাংলাদেশ ভ্রমনকণ্যা প্রতিষ্ঠাতা ডা: সাকিয়া হক, ঢাকা মেডিকেল কলেজের ডা: মানসী সাহা তুলি, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের মাষ্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মুন্তাহা রুম্মান অর্থী এবং কৃষিতে ¯œাতকোত্তর নুসরাত জাহান রিজভী উপস্থিত ছিলেন। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সচেতন গড়ে তুলতে  প্রোগ্রামটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। এ প্রোগ্রামটির মাধ্যমে শিক্ষার্থীদের একদিকে যেমন মেধা ও মননের উন্নয়ন গঠনে অন্যদিকে নিজেদের সুরক্ষায় নিজেরা এগিয়ে আসতে পারবে।
অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থী জানান, ‘ট্রভেলেটর অব বাংলাদেশ ভ্রমনকণ্যার কর্ণফূলী পেজেন্টস ‘নারীর চোঁখে বাংলাদেশ’ একটি চমৎকার আয়োজন। এ আয়োজটির মাধ্যমে আমরা নিজেরা যেমন সচেতন হয়েছি, ঠিক তেমনির অন্যদের সচেতন গড়ে তুলতে সহায়তা করবে। আগে এসব বিষয়ে আমাদের জানা ছিলনা, এখন আমরা ভবিষ্যতে নিজেদের সুরক্ষা করতে পারবো।
চরফ্যাশন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস দিলারা জানান, এটি একটি সচেতনামূলক অনুষ্ঠান, এর আগে আমাদের মেয়েরা আতœক্ষার বিষয়টি সম্পর্কে জানতো না, এ প্রোগ্রামটির মাধ্যমে তারা নিজেদের সুরক্ষার কৌশল জানতে পেরেছে। এ সময় তিনি ‘ট্রভেলেটর অব বাংলাদেশ ভ্রমনকণ্যার কর্ণফূলী পেজেন্টস ‘নারীর চোঁখে বাংলাদেশ’ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরআগে চরফ্যাশনের জ্যাকব টাওয়ারসহ দর্শনীয় স্থান পরিদর্শন করেন ভ্রমনকন্যরা। পরে সড়ক পথে তারা জেলা সদর হয়ে লক্ষীপুরের উদ্দেশ্যে রওনা দেন।
উল্লেখ্য, ‘ট্রভেলেটর অব বাংলাদেশ ভ্রমনকণ্যার কর্ণফূলী পেজেন্টস ‘নারীর চোঁখে বাংলাদেশ’ গত ৮ এপ্রিল ঢাকার কেন্দ্রীয় শহীর মিনার চত্বর থেকে স্কুটার নিয়ে যাত্রা শুরু করে। সমগ্র দেশ ঘুরে তারা জানান, দিয়ে যাচ্ছে নিজেদের স্বাধীন স্বত্তার অস্তিত্ব। ইতমধ্যে দেশের ২৮টি জেলা অতিক্রম করে সাহসি ভ্রমনকণ্যরা। ৯ অক্টোবর ভোলার চরফ্যাশনে প্রোগ্রাম শেষ করে সংঠনটি।

বাংলাদেশ সময়: ২১:৩৪:২৯   ১২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ইডেনের ছাত্রীর ৫ দিন ধরে অনশন, পালিয়েছে প্রেমিক
চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বিয়ের দাবিতে চরফ্যাশনে প্রেমিকের বাড়িতে ইডেন কলেজ ছাত্রীর অনশন
চরফ্যাশনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী
চরফ্যাশনে হাসপাতালে গৃহবধূর মৃত্যু সংবাদেই স্বামীসহ সবাই লাপাত্তা
মাদ্রাসা শিক্ষার্থীকে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন
চরফ্যাশন-মনপুরার তিন ইউপি চেয়ারম্যান শপথ নিলেন
নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
চরফ্যাশনে অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি



আর্কাইভ