আগামী নির্বাচনে বিএনপি না এলে সেটা হবে তাদের রাজনৈতিক আত্মহত্যার সামিল দিঘলদী ইউনিয়নে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী

প্রচ্ছদ » জাতীয় » আগামী নির্বাচনে বিএনপি না এলে সেটা হবে তাদের রাজনৈতিক আত্মহত্যার সামিল দিঘলদী ইউনিয়নে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী
সোমবার, ২০ আগস্ট ২০১৮



---
ছোটন সাহা / আদিল হোসেন তপু ॥
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক, নির্বাচন থেমে থাকবে না।নির্বাচন বানচালেরএমন কোন ক্ষমতা বিএনপি-জামায়াতের নেই। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য বসে আছে কিন্তু ত্ত্বাবধায়ক সরকার আর কোন দিন আসবে না। তাদর স্বপ্ন স্বপ্নই থেকেই যাবে। সোমবার (২০ আগস্ট) দুপুরে ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়নের ঘুইংগারহাট বাজারে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি না এলে সেটা হবে তাদের রাজনৈতিক আত্মহত্যার সামিল। দলটি ভবিষ্যতে আর কোনদিন আর ঘুরে দাড়াঁতে পারবে না।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন নির্বাচন দিবে সেই নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল ক্ষমতায় থাকবে। তারা দৈনেন্দিন কাজ করবে এবং নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।
মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিনেই লক্ষ মানুষকে হত্যা করবে। কোন মা- বোন ইজ্জত নিয়ে বাড়িতে থাকতে পারবে না। নিষ্টুর দল বিএনপি যারা মানুষের গরু পর্যন্ত পুড়িয়ে মেরেছে।এ সময় মন্ত্রী আগামী নির্বাচনের আগেই ঘরে ঘরে আ’লীগের দুর্গ গড়ে তোলার আহব্বান জানান।
বক্তব্যের শুরুতেই বাণিজ্যমন্ত্রী জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং জাতির জনকের স্মৃতিচারন করেন।
উত্তর দিঘলদী ইউনিয়ন আ’লীগের সভাপতি খোরশেদ আলম মাতাব্বরের সভাপতিত্বতে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের আ’লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক জহুরুল ইসলাম নকিব, যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, সাংগঠনিক সম্পাদ মো: আজিজুল ইসলাম, উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর।
এদিকে, ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের নজু বেপারী বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে অলীনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বশির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মোশারেফ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, এনামুল হক আরজু, মোঃ আজিজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেন্টু মেলেটারীসহ ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন নেতা ও কর্মীগন। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ তার বক্তব্যে বলেন, আলীনগর ইউনিয়নকে তিনি নিজের ইউনিয়ন বলে মনে করেন। অন্যান্ন ইউনিয়নের থেকে আলীনগর ইউনিয়নের জনগনের অবস্থা ভালো। এ ইউনিয়নের একটি রাস্তা ও কাচা নেই এবং প্রতিটি ঘরে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। মন্ত্রী আরো বলেন, অনেকেই বসে আছেন, তত্বাবধায়ক সরকারের জন্য। কিন্তু তত্বাবধায়ক সরকার আর আসবে না। ওদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বিএনপির নেতারা বলছে খালেদা জিয়াকে মুক্ত করে নির্বাচনে আসবে। কিন্তু খালেদা জিয়া দূর্নীতি মামলার আসামী হিসাবে  বন্দি। কোর্ট যদি মুক্তি দেয় তবে মুক্তি পাবে। সে মুক্তি না পেলে আমাদের কিছুই করার নাই। তবে নির্বাচনে তারা আসুক বা না আসুক নির্বাচন থেমে থাকবে না। মন্ত্রী আরো বলেন, বিএনপি জামায়াতের এমন কোন ক্ষমতা নাই যাতে তারা নির্বাচন বানচাল করতে পারবে। চেষ্টা করেছিলো গত ১৪ সালে । পুলিশ মেরেছে প্রিজাইডিং অফিসার মেরেছে। পুলিশ বুথ পুড়িয়েছে। তারপর আবার খালেদা জিয়া ৯৩ দিন হরতাল অবরোধের নামে  দেশের অর্থনৈতিক ধ্বংস করেছে। তাদের প্রতিজ্ঞা ছিল শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না। কিন্তু বর্তমানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতেছেন। আর বেগম খালেদা জিয়া এখন দূর্নীতি মামলায় জেলখানায়। বিএনপি যদি আগামী নির্বাচনে না আসে তাদের হবে রাজনৈতিক আত্মহত্যার সামিল। আগামীতে এ দলটির কোন অস্তিত্ব থাকবে না।

বাংলাদেশ সময়: ২২:২৪:১৮   ১৬৮১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
ভারতের আনুগত্য নিয়ে দেশ চালাচ্ছে আওয়ামী লীগ: হাফিজ উদ্দিন
আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি: মেজর অব. হাফিজ
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
আজ ভোলায় আসছেন শিল্পমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কী কার্ড ফেলে: ব্যারিস্টার পার্থ
জয়ে শুরু বরিশালের



আর্কাইভ